পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CAA নিয়ে ডাবল গেম মুখ্যমন্ত্রীর ? সরব বুদ্ধিজীবীরা

CAA বিরোধিতায় শিলিগুড়িতে পথে নামল বুদ্ধিজীবীরা । NRC-CAA বিরোধী নাগরিক প্রতিরোধ কমিটির ডাকে এই মিছিল হয় ।

procession in siliguri against caa nrc
CAA নিয়ে ডাবল গেম মুখ্যমন্ত্রীর ! সরব বুদ্ধিজীবীরা

By

Published : Feb 29, 2020, 11:12 PM IST

Updated : Mar 1, 2020, 9:10 PM IST

শিলিগুড়ি, 29 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করতে পথে নামলেন শিলিগুড়ির বুদ্ধিজীবীরা । NRC-CAA বিরোধী নাগরিক প্রতিরোধ কমিটির ডাকে সাড়া দিয়ে আজ মিছিলে পা মেলান বুদ্ধিজীবীরা । মিছিল শুরু হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে ৷ শহরের সমস্ত রাজপথে মিছিল হয় ।

মিছিলে অংশগ্রহণকারীদের অভিযোগ, শাসকদল ভিন্ন অন্য দলগুলি CAA বিরোধী আন্দোলন করলে প্রশাসন বাধা দিচ্ছে । একদিকে মুখ্যমন্ত্রী CAA-র বিরোধিতা করছেন আর অন্যদিকে ওড়িশায় অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন । আবার রাজ্যে মোদি এলে তাঁর সঙ্গেও একান্তে বৈঠকও করছেন । CAA-র বিরোধিতায় মুখ্যমন্ত্রীর আদৌ সায় আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন বুদ্ধিজীবিরা । তাঁদের অভিযোগ, CAA নিয়ে মুখ্যমন্ত্রী ডাবল গেম খেলছেন ৷

আন্দোলনকারীদের অভিযোগ, CAA নিয়ে কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় থাকা দুই দলই রাজনীতি করছে । নাগরিক সমাজের তরফে অধ্যাপক বিকাশ দেব বলেন, "CAA নিয়ে মুখ্যমন্ত্রীর বিরোধিতা কতটা প্রাসঙ্গিক তা নিয়ে সন্দেহ হচ্ছে । তাই সাধারণ মানুষের হয়ে আমরা পথে নেমেছি ।"

শিলিগুড়িতে মিছিল বুদ্ধিজীবীদের

বুদ্ধিজীবীদের কথায়, "দিল্লিতেও অরাজকতা চলছে ৷ পেশি শক্তির প্রদর্শন করা হচ্ছে ৷ সাধারণ মানুষ এতে বিপদে পড়ছে ৷ সেখানে সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে । তাদের উপর অত্যাচার চলছে ৷ এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার বার্তা দিচ্ছে, যারা CAA-র বিরুদ্ধে কথা বলছে তাদের উপর অত্যাচার নামিয়ে আনা হবে ৷"

Last Updated : Mar 1, 2020, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details