পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bus Stand Problem: বেসরকারি বাসস্ট্যান্ড স্থানান্তরিত নিয়ে কাটল না জট, বিপাকে বাস মালিক থেকে চালকরা

কোর্ট মোড়ের বেসরকারি বাসস্ট্যান্ড স্থানান্তরিত করা নিয়ে কাটলো না জট ৷ বিপাকে বেসরকারি বাস চালক ও মালিক সংগঠন ৷ এদিন পূর্ত দফতরের ইন্সপেকশন বাংলোতে জেলা প্রশাসন, পৌরনিগম, পরিবহণ বিভাগ, পুলিশ আধিকারিক ও বাস মালিক ও চালক সংগঠনের মধ্যে একটি বৈঠক আয়োজিত হয়। তাতেও কিছু সিদ্ধান্ত হল না ৷

Bus Stand Problem
বিপাকে বাস মালিক থেকে চালকরা

By

Published : Aug 21, 2023, 7:06 PM IST

বিপাকে বাস মালিক থেকে চালকরা

শিলিগুড়ি, 21 অগস্ট: কোর্ট মোড় থেকে তিনবাত্তি মোড়ে স্থানীয় বেসরকারি বাসস্ট্যান্ড স্থানান্তরিত করলে বিপাকে পড়বেন বাস মালিক ও চালকরা। এতে বন্ধ হয়েও যেতে পারে কোর্ট মোড় থেকে শিলিগুড়ি মহকুমা এলাকার বেসরকারি বাস পরিষেবা। সোমবার এমনটাই উদ্বেগ প্রকাশ করল বেসরকারি বাস চালক ও মালিকের সংগঠন।

বাস চালক ও মালিকের সংগঠন জানায়, কোর্টমোড় থেকে শিবমন্দির, বাগডোগরা, বিধাননগর, নকশালবাড়ি, খড়িবাড়ি, পানিট্যাঙ্কির বাস চলাচল করে থাকে। কোর্টমোড়ের পরিবর্তে তিনবাত্তি মোড়ের কাছ থেকে বাসগুলিকে চলাচল করলে যাত্রী সংখ্যা কমে যাবে। বাস মালিকদের কথা, তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড চলে গেলে অনেক মানুষ সেখানে আর যাবেন না বাসের জন্য। এদিন পূর্ত দফতরের ইন্সপেকশন বাংলোতে জেলা প্রশাসন, পৌরনিগম, পরিবহণ বিভাগ, পুলিশ আধিকারিক ও বাস মালিক ও চালক সংগঠনের মধ্যে একটি বৈঠক আয়োজিত হয়।

আর সেই বৈঠকে কোর্টমোড় থেকে বাসস্ট্যান্ড তিনবাত্তি মোড়ে স্থানান্তরিত করার বিষয়ে সমস্যার কথা তুলে ধরেন বেসরকারি বাস মালিক ও চালকের সংগঠন। তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করা হলে বাসগুলির সলিল সমাধি করা ছাড়া কিছুই হবে না-বলে জানান বেসরকারি বাসের চালক ও মালিক সংগঠনের সভাপতি রাজু সাহা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলাশাসক এস পুন্নমবলম, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ অন্যান্যরা।

তবে বেসরকারি বাস স্থানান্তরিত করার ফলে কী কী সমস্যা হবে তা এদিন প্রশাসনিক আধিকারিকদের সামনে তুলে ধরেন বাস মালিকরা। এতে বিকল্প কিছু প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন মেয়র গৌতম দেব। শহর শিলিগুড়ির প্রাণকেন্দ্র টাউন স্টেশন সংলগ্ন এলাকা থেকে স্থানীয় বাসস্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি পৌরনিগম। সেই মোতাবেক তিনবাত্তিতে এসজেডিএ'র জমিতে রাজ্যের সহযোগিতায় শুরু হয়েছে বাস টার্মিলাস তৈরির কাজ। পুজোর আগেই সেই টার্মিনাস চালুর উদ্যোগ রয়েছে। যদিও তার আগেই জট বেঁধেছে। বেসরকারি মিনি বাস চালকেরা পুরনো বাসস্ট্যান্ড ছেড়ে নয়া বাস টার্মিনাসে যেতে নারাজ।

আরও পড়ুন:নিউটাউনে হচ্ছে বহুতল বাস টার্মিনাস, একই ছাদের তলায় থাকবে অফিস-হোটেল-সহ নানা সুবিধা

ABOUT THE AUTHOR

...view details