শিলিগুড়ি, 15 ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে এবার শাসকদলের বিশেষ নজর উত্তরে । আগামী 21 ফেব্রুয়ারি সেই লক্ষ্যেই উত্তরবঙ্গে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Public Meeting of Mamata Banerjee in Siliguri)। একদিনের সফরে তিনি উত্তরবঙ্গে আসছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । আর তার আগে মুখ্যমন্ত্রীর সভার জন্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক হল শহরে । বুধবার শিলিগুড়ির পূর্ত দফতরের ইনস্পেকশন বাংলোতে ওই বৈঠক আয়োজিত হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ও মহকুমা শাসক প্রিয়াঙ্কা ঝা-সহ অন্যান্যরা ।
21 ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । বিকল্প অনুযায়ী কাওয়াখালি ময়দান ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের একটি স্কুলের ময়দানও প্রস্তুত রাখতে বলা হয়েছে । তবে স্টেডিয়ামেই ওই সভা হবে সেটা প্রায় নিশ্চিত বলে জানা গিয়েছে । এরপর 22 ফেব্রুয়ারি পাহাড় যাওয়ারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । কিন্তু সফরসূচিতে পরিবর্তন হলে 21 তারিখ শিলিগুড়িতে রাত্রিবাসের পর 22 ফেব্রুয়ারি মেঘালয় যেতে পারেন তিনি ।