দার্জিলিং, 3 এপ্রিল : কোরোনায় সন্দেহভাজন ও আক্রান্তদের চিকিৎসায় পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা PPE কিট কেনার জন্য 6 মাসের পেনশনের অর্থ দেওয়ার কথা জানালেন দার্জিলিংয়ের প্রাক্তন বিধায়ক অমরসিং রাই । কোরোনা মোকাবিলায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ওই পেনশনের টাকায় মুম্বই থেকে গুণগতমানের PPE কিনতে ইতিমধ্যেই অর্ডার দিয়েছেন তিনি ।
PPE কিনতে 6 মাসের পেনশনের অর্থদান অমরসিং রাইয়ের - কোরোনা খবর
কোরোনা চিকিৎসায় বারংবারই ডাক্তারদের PPE কিটের ঘাটতির অভিযোগ উঠেছে । এবার তাই 50টি PPE কিনতে 6 মাসের পেনশনের অর্থ দিলেন প্রাক্তন বিধায়ক অমরসিং রাই ।
দিন দিন ক্রমশ বাড়ছে কোরোনার সংক্রমণ । এই সংক্রমণ রুখতে কেন্দ্র, রাজ্য এবং GTA কাজ করে চলেছে । কিন্তু অভিযোগ উঠছে কোরোনা আক্রান্তদের চিকিৎসা যারা করবেন সেই ডাক্তার এবং নার্সদের সুরক্ষায় নেই PPE । এই অবস্থায় প্রাক্তন বিধায়ক এবং সচেতন নাগরিক হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছেন অমরসিং রাই । ওই PPE এলে তা GTA-র প্রিন্সিপাল সেক্রেটারির কাছে দেওয়া হবে । যাতে ওই PPE দার্জিলিং ও কালিম্পং জেলা হাসাপাতালের চিকিৎসকদের কাছে প্রয়োজনভিত্তিক দেওয়া হয় ।
অমরসিংহ রাই বলেন, " এখন কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে । এই অবস্থায় কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে যারা প্রথমসারিতে সেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টিও আমাদেরই নজর দিতে হবে । তাঁরা আক্রান্ত হলে বিপদ বাড়বে ।" তবে তাঁর 50 টি PPE প্রয়োজনের তুলনায় কম হলেও শুরুটা তিনি করলেন । তাঁর বিশ্বাস, অনেকেই এই বিষয়ে এগিয়ে আসবেন ।