শিলিগুড়ি, 30 নভেম্বর : ফের শিরোনামে শিলিগুড়ির বিজেপি নেতা নান্টু পাল (Nantu Pal)। মঙ্গলবার সকালে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় নান্টু পাল এবং তাঁর স্ত্রী মঞ্জুশ্রী পালের নামে পোস্টার পড়তে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে (Poster against Nantu Pal in Siliguri) ৷ এদিন সকালে শিলিগুড়ির হাসমি চক, বিধানরোড, হাকিমপাড়ার একাধিক জায়গায় নান্টু ও মঞ্জুশ্রী পালের নামে পোস্টার দেখা যায়। বিজেপি নেতার তৃণমূল যোগের জল্পনা বাড়তেই শহরজুড়ে এই পোস্টার-ব্যানার বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যেখানে কোথাও নান্টু পালকে 'গদ্দার' বলে সম্বোধন করা হয়েছে ৷ আবার কোথাও এই বিজেপি নেতাকে তৃণমূলে 'আর না' চেয়ে পড়েছে পোস্টার ৷
বরাবরই শিলিগুড়ি রাজনীতির অন্যতম চর্চিত নাম নান্টু পাল এবং মঞ্জুশ্রী পাল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) ভাইস-চেয়ারম্যান তথা ১১ নম্বর ওয়ার্ডের চারবারের প্রাক্তন কাউন্সিলর ৷ নান্টু পাল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোর কমিটির সদস্যও বটে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট না মেলায় ক্ষোভে তৃণমূল ছেড়েছিলেন তিনি ৷ পরবর্তীতে কৈলাশ বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। স্ত্রী মঞ্জুশ্রী পালও স্বামীর পথেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন। মঞ্জুশ্রী পাল ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী।