শিলিগুড়ি, ২৫ অক্টোবর: শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের (CPM Leader Ashok Bhattacharya)বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা (BJP MP Raju Bista meets CPM Leader Ashok Bhattacharya) । সোমবার বিকেলে দার্জিলিঙের সাংসদ অশোক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন । সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ-সহ 15 জন বিজেপি নেতা । দুই তরফেই বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হয়েছে ৷ তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে ৷ তৃণমূলের দাবি, এই সাক্ষাতের পিছনে রাজনীতি রয়েছে ৷
গত বছর প্রয়াত হয়েছেন অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য ৷ 30 অক্টোবর তাঁর প্রয়াণ দিবসের অনুষ্ঠান আছে । বিজেপির দাবি, সেই অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল । কিন্তু তিনি সেদিন থাকতে পারবেন না বলে আগে গিয়ে অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এসেছেন । হয়েছে দীপাবলির শুভেচ্ছা বিনিময় ৷ গেরুয়া শিবিরের দাবি, এটা সৌজন্য সাক্ষাৎই ৷ রাজনীতি প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি (political controversy sparks as Raju Bista met Ashok Bhattacharya) ৷