পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Siliguri Drug Racket Busted: বড়সড় সাফল্য শিলিগুড়ি কমিশনারেটের, উদ্ধার 42 কোটির মাদক! - Siliguri Drug Racket Busted

মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ ৷ বেশ কয়েকটি অভিযান চালিয়ে মাত্র 24 ঘণ্টার মধ্যে মোট 42 কোটি টাকার মাদক উদ্ধার করা হল ৷ পাশাপাশি গ্রেফতার 8 মাদক পাচারকারী ৷

ETV Bharat
উদ্ধার 42 কোটি টাকার মাদক

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 7:34 AM IST

Updated : Sep 18, 2023, 8:27 AM IST

শিলিগুড়ি, 18 সেপ্টেম্বর:মাদক বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। গত চব্বিশ ঘন্টায় তিনটি পৃথক অভিযানে উদ্ধার হল প্রায় 42 কোটি টাকার মাদক। ঘটনায় সবমিলিয়ে 8 জন পাচারকারীদের গ্রেফতার করা হয়েছে । উদ্ধার হওয়া মাদকের মধ্যে 40 কোটি টাকার ব্রাউনসুগার রয়েছে। পাশাপাশি পাচারের আগে উদ্ধার হয়েছে পাঁচ কুইন্টাল গাঁজা।

শহর মাদক মুক্ত করার উদ্যোগ নিয়েছেন পুলিশ কমিশনার সি সুধাকর। তিনি বলেন, "শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ শহর। পাচারকারীদের নজর সবসময় এই শহরের উপর রয়েছে। আন্তর্জাতিক ও আন্ত: রাজ্য সীমান্ত থাকায় জায়গাটা খুবই স্পর্শকাতর। সে কথা মাথায় রেখে আমাদের মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যেতে হবে।"

কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারে অভিনব পদ্ধতি অবলম্বন করছে পাচারকারীরা। এবার নতুন আলমারির আড়ালে ও চারচাকা গাড়ির সাউন্ড সিস্টেমে গাঁজা লুকিয়ে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। রবিবার গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোলামোর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ । ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় । ধৃতের নাম মান্তু সরকার । সে শিলিগুড়ির সূর্যসেন কলোনির বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 10 প্যাকেট গাঁজা। যার ওজন 111 কেজি 400 গ্রাম । শিলিগুড়ি থেকে বিহারে নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে আটক করা হয় গাড়িটি। চারচাকার গাড়ির পিছনে সাউন্ড সিস্টেমের বাক্সে প্যাকেট বন্দি করে রাখা ছিল ওই বিপুল পরিমাণ গাঁজা ৷

অন্যদিকে, এদিন বিকেলেই শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি এলাকায় আরেকটি অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । জানা গিয়েছে, চারচাকার পিকআপ ভ্যানে চারটি নতুন আলমারির আড়ালে গাঁজা লুকিয়ে পাচারের ছক কষা হয়েছিল। গোপনসূত্রে খবর পেয়ে, কাওয়াখালির বিশ্ব বাংলা শিল্পী হাটের কাছে সন্দেহভাজন গাড়িটিকে আটক করে এনজেপি থানার পুলিশ। আলমারির ভিতর তল্লাশি চালিয়ে 4 কুইন্টাল 20 কেজি গাঁজা উদ্ধার হয় । ওই বিপুল পরিমাণ গাঁজা কলকাতায় পাচারের ছক কষা হয়েছিল । ঘটনায় শম্ভু দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়ে। দুটি অভিযানে উদ্ধার হওয়া 5 কুইন্টাল গাঁজার আনুমানিক বাজারমূল্য দু’কোটি টাকা ।

আরও পড়ুন: ফের গ্রেফতার মাদক পাচারকারী, বাজেয়াপ্ত এক কিলো ব্রাউন সুগার

40 কোটির ব্রাউন সুগার উদ্ধার:পাশাপাশি, স্পেশাল অপারেশন গ্রুপ ও প্রধাননগর থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 40 কোটি টাকার ব্রাউন সুগার । জানা গিয়েছে, দার্জিলিং মোড়ে প্রথমে অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ ও এসওজি। অভিযানে বাইকে করে পাচার করতে আসা দুই পাচারকারীকে আটক করা হয়। ধৃতরা হল পরিমল রায় ও বাবর আল। ধৃত পরিমল রায় নকশালবাড়ির বাসিন্দা। বাবর আলি মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগারের পাশাপাশি উদ্ধার হয় প্রায় দু’কেজি গাঁজা। একই দিনে ফের প্রধাননগর থানার অধীন কুলিপাড়ায় গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে উদ্ধার হয় আরও প্রায় দু’কেজি ব্রাউন সুগার। ঘটনাস্থল থেকে গফর আলী, সলীম শেখ, তাজিবুর রহমান এবং করীবুল ইসলাম নামে 4 জনকে গ্রেফতার করে পুলিশ । গফর, সলীম, করীবুল এবং তাজিবুর মুর্শিদাবাদের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন: সিআইডি অভিযানে মাদক-সহ গ্রেফতার দুই পাচারকারী, উদ্ধার এক কেজি ব্রাউন সুগার

Last Updated : Sep 18, 2023, 8:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details