শিলিগুড়ি, 25 নভেম্বর:অস্ট্রেলিয়া থেকে ভারতে ঘুরতে এসেছিলেন রুবেল জোনাথন পেটলি । দার্জিলিঙ ঘুরে 11 নভেম্বর দিল্লি যাওয়ার উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের 1নম্বর প্ল্যাটফর্মে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ধরার জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি ৷ চুরি হয়ে যায় একটি ব্যাগ ৷ এরপর নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই পর্যটক ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ শুক্রবার সকালে ওই পর্যটকের হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে পুলিশ (police recovered tourists theft items)৷
পুলিশ সূত্রে খবর, 11 নভেম্বর দার্জিলিং ঘুরে দিল্লি যাচ্ছিলেন ওই পর্যটক ৷ তাঁর সঙ্গে ছিল 3টি ব্যাগ ৷ সেখান থেকে একটি ব্যাগ চুরি হয়ে গিয়েছিল ৷ খোয়া যায় একটি ট্যাব, ক্যামেরা, পাসপোর্ট, ব্যাঙ্কের নথি, বেশকিছু নগদ ৷ এরপরই ওই পর্যটক এনজেপি জিআরপি থানাতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার সকালে এনজেপি-র 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীপক বর্মন ও শান্তনু কর নামে দু‘জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দীপক মালদা ও শান্তনু ফালাকাটার বাসিন্দা। তাদের কাছ থেকেই পর্যটকের চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয় ৷