দার্জিলিং, 18 নভেম্বর: উত্তরবঙ্গ জুরে ফের একবার সক্রিয় হয়েছে গরুপাচার চক্র। গত 84 ঘণ্টায় দুটি পৃথক অভিযানে উদ্ধার প্রায় 200টি গরু। গ্রেফতার করা হয়েছে আট পাচারকারীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ইন্দো-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে গরুপাচারচক্র। শুক্রবার মাঝরাতে ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সন্দেহভাজন তিনটি ট্রাক আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গরু। তবে ওই ঘটনায় দুটি ট্রাকের চালক পালিয়ে গেলেও একটি ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সাকাপদ আলাম (24) ও আবু সামা (21)। দু'জনেই উত্তর দিনাজপুর জেলার করণদিঘির দৌলতপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, তিনটি ট্রাক থেকে মোট 108টি গরু উদ্ধার হয়। গরুগুলোকে বিহারের কাটিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোররাতে বাংলাদেশ ও অসমে পাচারের আগে তিনটি পিকআপ-সহ 78টি গরু উদ্ধার করে ফাঁসিদেওয়া ও বিধাননগর থানা। ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে বিধাননগর থানার পুলিশ মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে 31 নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশির সময় একটি পিকআপ ভ্যানকে আটক করা হয়। সেই গাড়ি থেকে উদ্ধার হয় 10টি গরু। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি এদিনই ফাঁসিদেওয়া থানার পুলিশ গোয়ালটুলি মোড়ে নাকা তল্লাশির সময় আরও তিনটি পিকআপ ভ্যান আটক করে। গাড়িগুলো থেকে 78টি গরু উদ্ধার হয়।