পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একদিকে লাঠিচার্জ, অন্যদিকে গান্ধীগিরি; পাহাড়ে দুই ভূমিকায় পুলিশ

নভেল কোরোনার (COVID -19) বিরুদ্ধে লড়াইয়ে লকডাউন বজায় রাখতে রাজ্যজুড়ে পুলিশের সক্রিয় ভূমিকা দু'দিন ধরেই চোখে পড়ছিল । লকডাউন অমান্য কারীদের বিরুদ্ধে অনেক জায়গায় পুলিশের লাঠিচার্জ-গ্রেপ্তার সবই চলে । কিন্তু সরকারি নির্দেশ অমান্যকারীদের এইভাবে খাদি পরিয়ে সম্মান জানিয়ে গান্ধীগিরির এই অভিনব কৌশল আজ চোখে পড়ল পাহাড়ে । তবে খাদি পড়ানোর ক্ষেত্রে সম্মানের আড়ালে লজ্জা দেওয়া হয় ৷

By

Published : Mar 25, 2020, 11:36 PM IST

Hill
পাহাড়ে দুই ভূমিকায় পুলিশ

দার্জিলিঙ, 25 মার্চ : দুই জায়গায় দুই চিত্র । একজায়গায় খাদি পরিয়ে গান্ধীগিরি । আর অন্যত্র পুলিশের লাঠিচার্জ ৷ বুধবার লকডাউন বজায় রাখতে দার্জিলিঙ পাহাড়ে এইভাবে পুলিশকে মূলত দু'টি ভূমিকায় পাওয়া গেল । লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আজ বিকেলে শহরে লাঠিচার্জ করে পুলিশ । আবার জোড়বাংলো থানা এলাকায় খাদি পরিয়ে চলে পুলিশের গান্ধীগিরি ।

নভেল কোরোনার (COVID -19) বিরুদ্ধে লড়াইয়ে লকডাউন বজায় রাখতে রাজ্যজুড়ে পুলিশের সক্রিয় ভূমিকা দু'দিন ধরেই চোখে পড়ছিল । লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে অনেক জায়গায় পুলিশের লাঠিচার্জ-গ্রেপ্তার সবই চলে । কিন্তু সরকারি নির্দেশ অমান্যকারীদের এইভাবে খাদি পরিয়ে সম্মান জানিয়ে গান্ধীগিরির অভিনব কৌশল চোখে পড়ল পাহাড়ে ।

এর আগে রাজ্য পুলিশকে দেখা গিয়েছিল , ট্রাফিক আইনভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ কেস না দিয়ে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাতে । আইন ভেঙে এইভাবে সম্মানিত হয়েও কার্যত লজ্জায় মাথা হেঁট করে চলে যেত অনেকেই । এরপর নির্মল বাংলা গড়তে মাঠে ঘাটে শৌচকর্ম করতে যাওয়া অনেককেই গোলাপ দিয়ে স্বাগত জানিয়ে লজ্জা দেওয়ার কৌশল নিয়েছিল জেলা প্রশাসন । এবার কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়েও ওই কৌশল অবলম্বন করা হল । অর্থাৎ লকডাউন ভঙ্গকারীদের শিক্ষা দিতে লাঠিচার্জ, কেস, গ্রেপ্তারের পথে না গিয়ে বরং গলায় খাদি পরিয়ে সম্মানের আড়ালে লজ্জা দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details