শিলিগুড়ি, 5 সেপ্টেম্বর : বড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের । বানচাল করল ডাকাতির ছক । ঘটনায় গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু'টি আগ্নেয়াস্ত্র সহ 17 রাউন্ড তাজা কার্তুজ ও তিনটি ম্যাগাজিন । এছাড়াও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় সাতটি মোবাইল ফোন, জালনোট ও দু'টি বাইক । আজ ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।
শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 5; উদ্ধার আগ্নেয়াস্ত্র - শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু'টি আগ্নেয়াস্ত্র সহ 17 রাউন্ড তাজা কার্তুজ ও তিনটি ম্যাগাজিন । এছাড়াও উদ্ধার হয়েছে সাতটি মোবাইল ফোন, জালনোট ও দু'টি বাইক ।
STF মারফত খবর পেতেই তৎপর হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও NJP থানার পুলিশের যৌথ অভিযানে পাঁচ দুষ্কৃতী গ্রেপ্তার হয় ৷ ধৃতরা হল শাহনাওয়াজ আনসারি, মহম্মদ আহমেদ, অজয় কুমার, মহেন্দ্র যাদব ও মিঠুন গোয়ালা । ধৃতদের মধ্যে প্রথম চারজন বিহারের বাসিন্দা । অপরজন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বাসিন্দা ।
গতকাল NJP থানায় এক জরুরি সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে DCP (DD) কুনওয়ারভূষণ সিং বলেন, "সূত্র মারফত খবর পেয়েই যৌথ অভিযান চালানো হয় । ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে । আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে । ধৃতরা ডাকাতির ছক কষেছিল । তদন্তের স্বার্থে ধৃতদের রিমান্ডে নেওয়া হবে ।"