পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Friendship Club: কলসেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাব ! গ্রেফতার 11 মহিলা - police arrested 11 women

কল সেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাব চালানোর অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার 11 মহিলা ৷ দুটি পৃথক সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Aug 11, 2023, 10:43 PM IST

দার্জিলিং, 11 অগস্ট: কল সেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাব ! শুক্রবার শিলিগুড়ি পুলিশের দুটি পৃথক জায়গায় অভিযানে গ্রেফতার 11 জন মহিলা । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । ধৃত মহিলাদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্রেন্ডশিপ ক্লাবের বিরুদ্ধে অভিযানে নেমেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । ফ্রেন্ডশিপ ক্লাবের প্রতারণায় সর্বস্বান্ত হয়েছেন শহরের বহু মানুষ । থানাতেও জমা হয়েছে একাধিক অভিযোগ ৷ এরপরেই অভিযানে নামে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ৷ গোপন ডেরাতেই চলে এই ধরনের প্রতারণা চক্র ৷ বাড়ি ভাড়া নিয়ে সমাজের চোখের অলক্ষেই প্রতারণার ফাঁদ পাতে এই চক্র । কিন্তু শেষমেষ সফল হল শিলিগুড়ির পুলিশ।

আরও পডু়ন:বাড়িতে রমরমিয়ে চলছিল মধুচক্র, স্থানীয়দের তৎপরতায় মালদায় আটক স্কুলশিক্ষক

শিলিগুড়ি সংলগ্ন ওয়েবেল আইটি পার্কে অভিযান চালায় মাটগাড়া থানার পুলিশ । সেই আইটি পার্কে কল সেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাব চালানোর অভিযোগে 3 মহিলাকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। অন্যদিকে, প্রধাননগর থানা অন্তর্গত মিলনমোড়ে একটি বাড়ি ভাড়া করে ফ্রেন্ডশিপ ক্লাব চলছিল । সেখান থেকে বিভিন্নভাবে প্রতারণা করা হত মানুষকে। খবর পেয়েই বৃহস্পতিবার রাতে অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ । গ্রেফতার করা হয় 8 মহিলাকে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একাধিক সিম কার্ডের প্যাকেট, টাকার নথিপত্র, একটি খাতা ৷

শুক্রবার ধৃত মহিলাদের শিলিগুড়ি আদালতে তোলা হয় । প্রাথমিকভাবে ফ্রেন্ডশিপ ক্লাবের মাস্টারমাইন্ড তিন জনের নাম পেয়েছে পুলিশ । তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার শুভেন্দ্র কুমার । এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

আরও পড়ুন:মধুচক্র চালাত নিহত বিজেপি কর্মী ! রাজ্যপাল কোচবিহার ছাড়তেই চাঞ্চল্যকর দাবি পুলিশের

ABOUT THE AUTHOR

...view details