দার্জিলিং, 21 ডিসেম্বর : চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের জাল এগজিট পারমিট নিয়ে পুলিশের জালে অবৈধ প্রবেশকারী ৷ ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার মার্কিন নাগরিক (Police Arrest two US citizen from Indo Nepal border) । জাল এগজিট পারমিট বানিয়ে নেপালে পালানোর ছক ছিল তাদের । এর আগে সোমবারই জাল এগজিট পারমিট বানিয়ে নেপালে ঢোকার অভিযোগে তাইওয়ানের এক মহিলাকে গ্রেফতার করেছিল খড়িবাড়ি থানার পুলিশ ।
চব্বিশ ঘণ্টার মধ্যেই ফের দুই নেপালি বংশোদ্ভুত মার্কিন নাগরিক গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ও প্রশাসনিক মহলে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল কপিল অধিকারী ও ভবানীপ্রসাদ সুবেদী । কপিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো এবং ভবানীপ্রসাদ পেনসিলভেনিয়ার বাসিন্দা । ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর ।