পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Phansidewa Hospital Chaos : হাসপাতালে ঢুকে চিকিৎসককে মার, গ্রেফতার দুই মদ্যপ - ভাঙচুর

হাসপাতালে ঢুকে ভাঙচুর ৷ কর্তব্যরত চিকিৎসককে মারধর ৷ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লক গ্রামীণ হাসপাতালের ঘটনায় গ্রেফতার দুই যুবক ৷ আতঙ্কিত হাসপাতালের কর্মী, নার্স ও চিকিৎসকরা ৷

police arrest two men for creating chaos inside Phansidewa Block Rural Hospital
Phansidewa Hospital Chaos : হাসপাতালে ঢুকে চিকিৎসককে মার, গ্রেফতার দুই মদ্যপ

By

Published : Sep 6, 2021, 5:48 PM IST

শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর : মদ্যপ যুবকের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি চিকিৎসককে মারধরের অভিযোগ ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লক গ্রামীণ হাসপাতালে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারধরে অভিযুক্ত ওই যুবকের নাম নয়ন ওরাওঁ ৷ তিনি স্থানীয় ঘোষপুকুর এলাকার বাসিন্দা ৷ ইতিমধ্যেই তাঁকে এবং তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন :Kaliachak: প্রসূতির মৃত্যুতে রণক্ষেত্র কালিয়াচক, নার্সিংহোম ভাঙচুর; পুলিশের লাঠিচার্জ

হাসপাতাল সূত্রে খবর, রবিবার মাঝরাতে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন ওই দুই যুবক ৷ সেই সময়ে হাসপাতালের ডিউটিতে ছিলেন ড. হেমন্ত শাহি ৷ অভিযোগ, তখনই কর্তব্যরত ওই চিকিৎসককে মারধর করেন নয়ন ও তাঁর সঙ্গে আসা যুবক ৷ ঘটনার সময় নয়ন ও তাঁর বন্ধু মদ্যপ ছিলেন বলে অভিযোগ ৷

গন্ডগোলের শব্দ শুনে ছুটে আসেন হাসপাতালের অন্য কর্মীরা ৷ তাঁরাই চিকিৎসককে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুই যুবককে হাসপাতালেই আটকে রাখেন ৷ এরপর ঘোষপুকুর ফাঁড়িতে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তই দুই যুবককে গ্রেফতার করে ৷ হাসপাতালের তরফে থেকে অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন :Suicide Durgapur : সুদখোরদের দাপটে আত্মহত্যা কলেজ পড়ুয়ার, অভিযুক্তের দোকান ভাঙচুর

গোটা ঘটনায় আতঙ্কিত হাসপাতালের কর্মী, চিকিৎসক ও নার্স ৷ আক্রান্ত চিকিৎসক হেমন্ত শাহি এই প্রসঙ্গে বলেন, ‘‘ওঁরা হাসপাতালের ভিতরে ঢুকেই প্রথমে জিনিসপত্র ছুড়ে ফেলতে শুরু করেন ৷ আমি প্রতিবাদ করায় প্রথমে আমাকে হুমকি দেন ৷ সেই সময়েই বুঝতে পারি তাঁরা মদ্যপান করে এসেছেন ৷ তারপরও আমি তাঁদের আটকানোর চেষ্টা করি ৷ তাতেই আমাকে মারধর করতে শুরু করে ৷ চিৎকার চেঁচামেচি শুনে বাকিরাও ছুটে আসেন ৷ তাঁরাই হামলাকারীদের আটকান ৷ পুলিশে খবর দেন ৷’’ প্রসঙ্গত, বছরখানেক আগেও ফাঁসিদেওয়া ব্লক গ্রামীণ হাসপাতালে একইভাবে তাণ্ডব চালিয়েছিল কয়েকজন মদ্যপ যুবক ৷ আবারও একই ঘটনা ঘটায় আতঙ্কিত হাসপাতালের কর্মীরা ৷

ABOUT THE AUTHOR

...view details