পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Brown Sugar Seized : শিলিগুড়ি থেকে উদ্ধার প্রায় 10 কোটি টাকার মাদক, ধৃত 6 - Brown Sugar Seized in Siliguri

বিরাট সাফল্য ৷ শিলিগুড়ি থেকে উদ্ধার প্রায় 10 কোটি টাকার ব্রাউন সুগার (Brown Sugar Seized in Siliguri) ৷

Brown Sugar Seized
শিলিগুড়ি থেকে উদ্ধার প্রায় 10 কোটি টাকার মাদক, ধৃত 6

By

Published : Jan 13, 2022, 9:06 AM IST

শিলিগুড়ি, ১৩ জানুয়ারি : স্পেশাল টাস্ক ফোর্স ও স্পেশাল অপারেশন গ্রুপের দুটি পৃথক অভিযানে শিলিগুড়ি থেকে উদ্ধার হল প্রায় দশ কোটি টাকার মাদক (Police arrest several with brown sugar worth around Rs 10 crore in Siliguri)। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে । ধৃতদের মধ্যে 2 জন অন্য রাজ্যের বাসিন্দা ৷ বাকিদের বাড়ি রাজ্যের অন্যান্য জেলায় ৷

এই মাদক উদ্ধারের ঘটনাকে শিলিগুড়ি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও স্পেশাল টাস্ক ফোর্সের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে । গত পাঁচ বছরে শিলিগুড়ি থেকে একসঙ্গে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়নি ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুর নাগাদ শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসের কানকাটা মোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ । ওই এলাকায় সন্দেহভাজন চারজনকে ইতস্তত ঘুরতে দেখে তাদের আটক করা হয় ৷ এরপর তাদের তল্লাশি করে পোশাকের মধ্যে লুকিয়ে রাখা এই বিপুল মাদক উদ্ধার হয় । প্রত্যেকের কাছ থেকে একটি করে মোট চারটি প্যাকেট উদ্ধার হয় । ওজন সাড়ে তিন কেজি । এগুলি উন্নতমানের ব্রাউন সুগার বলে জানা গিয়েছে, যার বাজার মূল্য আনুমানিক সাড়ে সাত কোটি টাকা । ধৃতরা হল নদিয়া জেলার বনিংশার কালিয়াগঞ্জের কামাল শেখ, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা মনিরুল ইসলাম, বজবজের বাসিন্দা শামসুল আলম, শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা মহম্মদ মেহেরুল । বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।

আরও পড়ুন : দোকান লাগোয়া বাড়িতে বিধ্বংসী আগুন, আহত এক

অন্যদিকে, শিলিগুড়িতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ হানা দিয়ে একটি ট্রাকের গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয় । জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই মাদকের আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা । ঘটনায় ভিনরাজ্যের দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে আড়াই কেজি ব্রাউন সুগার । পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাকের গোপন চেম্বারে করে এই ব্রাউন সুগারগুলি অসম থেকে বিহারে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা । গোপন সূত্রের খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । এরপর ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ওই ব্রাউন সুগার । এই ঘটনায় অসমের বাসিন্দা হাফিজুর রহমান এবং ঝাড়খণ্ডের বাসিন্দা ডালিম শেখ নামে দু'জনকে গ্রেফতার করেছে এসটিএফ ।

ABOUT THE AUTHOR

...view details