পশ্চিমবঙ্গ

west bengal

বোনকে ধর্ষণের পর খুন, POCSO আইনে প্রথম ফাঁসির সাজা রাজ্যে

By

Published : Nov 20, 2019, 10:06 PM IST

নাবালিকা বোনকে অপহরণের পর ধর্ষণ করে খুনে করেছিল এক যুবক ৷ আজ দোষীকে মৃত্যুদণ্ড দিল দার্জিলিং আদালত ৷

ফাঁসির রায় আদালতের

দার্জিলিং, 20 নভেম্বর : নাবালিকা বোনকে অপহরণের পর ধর্ষণ করে খুনে করেছিল এক যুবক ৷ আজ তাকে মৃত্যুদণ্ড দিল দার্জিলিং POCSO আদালত ৷ শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা দিতে 2012 সালে POCSO আইন চালু হওয়ার পর রাজ্যে সেই আইনে ফাঁসির সাজা এই প্রথম ৷ আজ এই রায় দেন দার্জিলিং POCSO আদালতের বিশেষ বিচারক তথা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (দ্বিতীয় আদালত) রূপাঞ্জনা চক্রবর্তী ৷

সরকার পক্ষের আইনজীবী প্রণয় রাই বলেন, "শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে 2014 সালের নভেম্বর মাসে 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় । সেই ঘটনায় নাবালিকার এক দূর সম্পর্কের দাদাকে গ্রেপ্তার করে পুলিশ । পাঁচ বছর ধরে বিচার চলার পর আজ তার ফাঁসির সাজা ঘোষণা করে দার্জিলিংয়ের POCSO আদালত ৷"

জানা গেছে, ঘটনার দিন ওই নাবালিকা বাড়ি থেকে মন্দির যাওয়ার পথে নিখোঁজ হয় ৷ তাকে শেষবার জঙ্গলের দিকে তার দাদার সঙ্গে যেতে দেখা গিয়েছিল । পরে জঙ্গল থেকে ওই যুবককে একাই বের হতে দেখা যায় । পরদিন মেচি নদী সংলগ্ন জঙ্গলে একটি গাছ থেকে ওই নাবালিকার দেহ ঝুলতে দেখা যায় । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় ওই যুবকের রক্ত মাখা কাপড় ।

তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে পেশায় রিকশা চালক ওই যুবককে ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর ধর্ষণের পর খুনের বিষয়টি স্পষ্ট হয় ৷ এরপর 2015 সালের 31 জুলাই পুলিশ ধৃতের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ৷ আজ ওই মামলায় রায় ঘোষণা করে আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details