দার্জিলিং, 20 নভেম্বর : নাবালিকা বোনকে অপহরণের পর ধর্ষণ করে খুনে করেছিল এক যুবক ৷ আজ তাকে মৃত্যুদণ্ড দিল দার্জিলিং POCSO আদালত ৷ শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা দিতে 2012 সালে POCSO আইন চালু হওয়ার পর রাজ্যে সেই আইনে ফাঁসির সাজা এই প্রথম ৷ আজ এই রায় দেন দার্জিলিং POCSO আদালতের বিশেষ বিচারক তথা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (দ্বিতীয় আদালত) রূপাঞ্জনা চক্রবর্তী ৷
সরকার পক্ষের আইনজীবী প্রণয় রাই বলেন, "শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে 2014 সালের নভেম্বর মাসে 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় । সেই ঘটনায় নাবালিকার এক দূর সম্পর্কের দাদাকে গ্রেপ্তার করে পুলিশ । পাঁচ বছর ধরে বিচার চলার পর আজ তার ফাঁসির সাজা ঘোষণা করে দার্জিলিংয়ের POCSO আদালত ৷"