পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

GTA Election in Hills : রাজনৈতিক দলগুলির মধ্যে মতভেদ, কিন্তু জিটিএ নির্বাচনের পক্ষে মত পাহাড়বাসীর

সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে দ্রুত জিটিএ নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee on GTA Election) ৷

hill gta election
রাজনৈতিক দলগুলির মধ্যে মতভেদ, কিন্তু জিটিএ নির্বাচনের পক্ষে মত পাহাড়বাসীর

By

Published : Apr 7, 2022, 7:22 AM IST

Updated : Apr 7, 2022, 7:49 AM IST

দার্জিলিং, 7 এপ্রিল : জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন)-এর নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল । কিন্তু পাহাড়ের উন্নয়নের স্বার্থে জিটিএ নির্বাচনে সায় দিচ্ছেন সিংহভাগ পাহাড়বাসী (GTA Election in Hills) । সম্প্রতি পাহাড় সফরে গিয়ে মে, জুন মাসের মধ্যে জিটিএ নির্বাচন করার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাঁর এই ঘোষণার পরই ভিন্ন ভিন্ন পথে হেঁটেছে পাহাড়ের রাজনৈতিক দল ।

জিটিএ নির্বাচনকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ছাড়াও সমর্থন জানিয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, জন আন্দোলন পার্টি, অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি ৷ অন্যদিকে, জিটিএ নির্বাচনের বিরুদ্ধে সরব বিজেপি, জিএনএলএফ, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, সিপিআরএম সহ অন্যান্যরা । জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে সুর চড়িয়েছে এই রাজনৈতিক দলগুলো । কিন্তু পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির একাংশ জিটিএ নির্বাচনের বিপক্ষে গেলেও আদতে জিটিএ নির্বাচন চাইছেন পাহাড়বাসী । গত 17 বছর ধরে পঞ্চায়েত নির্বাচন এবং পাঁচ বছর ধরে জিটিএ নির্বাচন বন্ধ রয়েছে এখানে । প্রশাসক দিয়ে কাজ চলছে । এতে পাহাড়ের উন্নয়ন থমকে রয়েছে বলেই মত আম জনতা ও প্রশাসনিক মহলের । এমতাবস্থায় পাহাড়ে যখন স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি উঠছে, সেই সময় গত মাসে পাহাড়ে এসে দ্রুত জিটিএ নির্বাচনের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী ।

জিটিএ নির্বাচনের পক্ষে মত পাহাড়বাসীর

আরও পড়ুন : রামনবমীর মিছিলে বাধা নয়, নির্দেশ মমতার

পাহাড়ের রাজনৈতিক দলগুলির মধ্যে জিটিএ নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও, পাহাড়ের উন্নয়নের স্বার্থে এবার জিটিএ নির্বাচন চাইছেন পাহাড়বাসী । পাহাড়ের বাসিন্দা পঙ্কজ তামাং এ প্রসঙ্গে বলেন, "আমরা চাই এবার অন্তত জিটিএ নির্বাচন হোক । গত পাঁচ বছর ধরে জিটিএ নির্বাচন না হওয়ায় পাহাড়ের উন্নয়ন থমকে রয়েছে । জিটিএ নির্বাচন হলে পাহাড়ের উন্নয়ন হবে ।" স্থানীয় ব্যবসায়ী সঞ্জীব তামাংয়েরও একই বক্তব্য । তিনি বলেন, "পাহাড়ের উন্নয়নে জিটিএ নির্বাচন খুব প্রয়োজন ।" কালিম্পং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হরকাবাহাদুর ছেত্রী বলেন, "পাঁচটা বছর কেটেছে । কোন নির্বাচিত বোর্ড নেই । গোটা পাহাড় জিটিএ নির্বাচন চাইছে । আর হওয়াও উচিত ।" রাজনৈতিকমহলের মতে, রাজনৈতিক দলগুলির মধ্যে জিটিএ নির্বাচন নিয়ে মতভেদ যাই থাকুক না কেন, পাহাড়বাসীরাই এবার দাবি তুলছেন জিটিএ নির্বাচনের পক্ষে ৷ কারণ স্থায়ী রাজনৈতিক সমাধানের চেয়ে পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, যোগাযোগ ব্যবস্থার মতো নূ্যতম নাগরিক পরিষেবার উন্নয়নের দাবিই এখন মূল হয়ে দাঁড়িয়েছে ।

Last Updated : Apr 7, 2022, 7:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details