পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশি গুন্ডামিতে তটস্থ সাধারণ মানুষ, রাজ্যপালের কাছে নালিশ বিরোধীদের - মেয়র অশোক ভট্টাচার্য বলেন

দার্জিলিং সফরে আজ মেয়র,সাংসদ, বিধায়কদের নিয়ে স্টেট গেস্ট হাউজ়ে রুদ্ধদ্বার বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । প্রায় একঘণ্টার বৈঠকে রাজ্যপালের কাছে একাধিক বিষয় তুলে ধরেন বিরোধীরা । সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেন মেয়র, সাংসদ, বিধায়করা । রাজ্যপালের কাছে অভিযোগে করেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে বিরোধীদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না ।

ছবি

By

Published : Sep 24, 2019, 6:03 PM IST

Updated : Sep 24, 2019, 6:11 PM IST

শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর : দার্জিলিংয়ের আইনশৃঙ্খলা মুখ থুবড়ে পড়েছে । সর্বত্র পুলিশের গুন্ডারাজ । ধমক চমক দিয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমজনতাকে জেলে ঢোকানো হচ্ছে । জেলাবাসী আতঙ্কে । এমনই অভিযোগ নিয়ে আজ রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ জানালেন বিরোধীরা । পাশাপাশি রাজ্যের শাসকদলের ঔদ্ধত্যের নানা বিষয়ও তুলে ধরা হয় ৷

দার্জিলিং সফরে আজ মেয়র,সাংসদ, বিধায়কদের নিয়ে স্টেট গেস্ট হাউজ়ে রুদ্ধদ্বার বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বৈঠকে উপস্থিত ছিলেন বাম পরিচালিত শিলিগুড়ি পৌরনিগমের মেয়র তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, মাটিগাড়া নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শংকর মালাকার, বাম পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার সহ অন্যরা । প্রায় একঘণ্টার বৈঠকে রাজ্যপালের কাছে একাধিক বিষয় তুলে ধরেন বিরোধীরা । রাজ্যপাল এক এক করে প্রত্যেকের সমস্যার কথা শোনেন । সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেন মেয়র, সাংসদ, বিধায়করা । রাজ্যপালের কাছে অভিযোগে করেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে বিরোধীদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না ।

দেখুন ভিডিয়ো

বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত বলেন, "আমরা খুব খুশি যে এতদিনে আমরা অভিভাবক পেলাম । কেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাদের ঘৃণা করেন । আজ আমরা খুশি যে আমাদের অভিভাবক একঘণ্টা সময় দিয়েছেন আমাদের । আমি ওনাকে জানিয়েছি জেলার পুলিশি অব্যবস্থা । জেলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই । পুলিশি অত্যাচার ক্রমশ বাড়ছে । মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরার কাজ চলছে শুধু । নিরাপত্তা বলতে কিছুই নেই । এই বিষয়ে অডিটের আবেদন জানিয়েছি । একইসঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে দ্রুত ত্রিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছি । কারণ GTA অবৈধভবে চলছে । আর তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে ওই অবৈধ GTA-র মেয়াদ ক্রমেই বাড়তে থাকবে ।

অন্যদিকে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "রাজ্য সরকার শিলিগুড়ি পৌরনিগমকে বাইপাস করে কাজ করে চলেছে । কখনও উন্নয়ন কর্তৃপক্ষ তো কখনও অন্য কোন সংস্থাকে দিয়ে কাজ করানো হচ্ছে । এই বিষয়ে রাজ্যপালকে অবগত করার পাশাপাশি আইনশৃঙ্খলা, পানীয়জলের সমস্যা, যানজট সমস্যার কথা জানিয়েছি । সরকারটা তো ওনারই (রাজ্যপাল) । তাই ওনাকে বললাম যাতে এসব সমস্যার স্থায়ী সমাধান করা যায় ।"

সবকিছুর পাশাপাশি প্রশাসনিক বৈঠকে বিরোধীদের আমন্ত্রণ জানানো ও অভিযোগ শুনে তা সমাধানের আশ্বাস দেওয়ায় রাজ্যপালকেও অভিনন্দন জানায় বিরোধী দলগুলি ।

Last Updated : Sep 24, 2019, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details