পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: 22 বছর পর ভোট, একটি ঘটনা বাদে শান্তিপূর্ণ নির্বাচনের নজির পাহাড়ে

22 বছর পর পঞ্চায়েত নির্বাচনে একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই ভোটপর্ব মিটল পাহাড়ে ৷ দার্জিলিঙে 65 শতাংশ ও কালিম্পঙে 67.21 শতাংশ ভোট পড়েছে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jul 9, 2023, 6:30 PM IST

শান্তিপূর্ণ নির্বাচনের নজির পাহাড়ে

দার্জিলিং, 9 কালিম্পং: পথ দেখালো পাহাড় । কালিম্পংয়ের একটি ঘটনা ছাড়া 22 বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটল ।

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জেলায় সন্ত্রাসের ঘটনা ঘটেছে ৷ মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের ৷ এছাড়াও গোলাগুলি, বোমাবাজি তো রয়েইছে । কিন্তু এ সবের মাঝেও পাহাড় ও পাহাড়বাসী শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করে নজির তৈরি করল । তবে রাজ্যের নিরিখে দার্জিলিং ও কালিম্পং জেলায় ভোটের হার কম । দার্জিলিং জেলায় ভোটদানের হার 65 শতাংশ এবং কালিম্পং জেলায় ভোটের হার 67.21 শতাংশ ৷

শনিবার পাতলেবাসে ভোট দেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং । ভোটের পর পাহাড়বাসীকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আবেদন জানান তিনি । আর হলও সে রকমই । বিমল গুরুং বলেন, "যাই হোক না কেন, যেমনই হোক না কেন । পাহাড়ে পঞ্চায়েত রাজ ফিরে এসেছে । পাহাড়বাসী যেন শান্তিপূর্ণভাবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে । এরপর গ্রামে উন্নয়ন হবে বলে মনে করি ।"

অন্যদিকে, কালিম্পং জেলায় ভোটের প্রথমার্ধ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় । কিন্তু কিছুটা তাল কাটে বিকেলে । জানা গিয়েছে, কালিম্পংয়ের রঙ্গোলি ব্লকের ভালুখোপ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীকে মারধর ও তাঁর গাড়ি ও বাড়িতে ভাঙচুর করার অভিযোগ ওঠে । পাশাপাশি তাঁর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের বিরুদ্ধে । ঘটনায় আহত হয়েছেন প্রার্থীর পরিবারের সদস্যরাও । এই ঘটনার তদন্তে নেমেছে কালিম্পং থানার পুলিশ ।

আরও পড়ুন:হিংসার মাঝেই একেবারে অন্য ছবি! পাহাড়ে ভোট হচ্ছে শান্তিপূর্ণ

ভালুখোপ গ্রাম পঞ্চায়েত আসনের বিজেপি প্রার্থী ইমানুয়েল লেপচাকে মারধর করে তাঁর গাড়ি এবং তাঁর বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে । জানা গিয়েছে, এই ঘটনায় শুধু গাড়ি ও বাড়িতেই ভাঙচুর নয়, প্রার্থীর বাড়িতে থাকা পরিবারের সদস্যদের উপরও অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ ।

অন্যদিকে, ওই ঘটনায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ঘটনার নিন্দা করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । ইমানুয়েল লেপচা বলেন, "যাঁরা আমার ও আমার পরিবারের উপর আক্রমণ করেছেন, তাঁরা বিজিপিএমের কর্মী সমর্থক । ওই ঘটনায় আমি অভিযোগ দায়ের করেছি ।"

ABOUT THE AUTHOR

...view details