পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনের দ্বিতীয় দিনে পাহাড়ে নাকাবন্দী, চলছে টহলদারি - কোরোনা লকডাউন

মাস্ক পরে লাঠি উঁচিয়ে এবং সার্ভিস রাইফেল, বন্দুক সঙ্গে নিয়ে দার্জিলিঙে যান চলাচলের প্রাণকেন্দ্র মোটর স্ট্যান্ড থেকে শুরু করে মূল সড়ক-সহ অলিগলিতে হানা দিল পুলিশ।

লকডাউন
লকডাউন

By

Published : Mar 24, 2020, 1:14 PM IST

Updated : Mar 24, 2020, 2:39 PM IST

দার্জিলিং, 24 মার্চ : লকডাউনের দ্বিতীয় দিনে পাহাড়ে নাকাবন্দী পুলিশের । আজ সকাল থেকেই পুলিশি টহলদারি চোখে পড়ে । বেলা বাড়তেই সক্রিয়তা বাড়ায় পুলিশও । মাস্ক পরে লাঠি উঁচিয়ে এবং সার্ভিস রাইফেল, বন্দুক সঙ্গে নিয়ে দার্জিলিঙে যান চলাচলের প্রাণকেন্দ্র মোটর স্ট্যান্ড থেকে শুরু করে মূল সড়ক-সহ অলিগলিতে হানা দিল পুলিশ ।

কোথাও কোনও দোকান খোলা রয়েছে কিনা, লকডাউন ভেঙে অপ্রয়োজনীয়ভাবে কেউ ঘরের বাইরে ঘুরছে কি না তা দেখতে তৎপর হয় পুলিশ । পাশাপাশি কোনও কোনও যানবাহন চোখে পড়লে তা থামিয়ে কারণ জানতে চাইছে পুলিশ । প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোলে হুঁশিয়ারি দিয়ে বাড়িতে থাকার নির্দেশ দিতে দেখা যায় ।

লকডাউনের দ্বিতীয় দিনে পাহাড়ে নাকাবন্দী

দার্জিলিং জেলা পুলিশের DSP (ট্রাফিক) রাহুল পাণ্ডে বলেন, "সরকারি নির্দেশিকা মেনে কাজ করছেন তাঁরা । শহরের বিভিন্ন জায়গায় নাকাবন্দী শুরু করা-সহ কাউকে চলাফেরা করতে দেখলে কোথা থেকে এসেছে, কী কারণে যাচ্ছে -এসব জিজ্ঞেস করা হচ্ছে । সোশাল লকডাউন বজায় রাখার জন্য কাজ করছে পুলিশ । কাউকে জোর করে কিছু করতে বাধ্য করা হচ্ছে না । প্রয়োজনে বোঝানো হচ্ছে ।"

Last Updated : Mar 24, 2020, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details