পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গে পথে নামবে না বেসরকারি বাস - অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি

রাজ্য সরকারের বিধিনিষেধে কিছুটা ছাড় দিতেই স্বাভাবিক ছন্দে ফিরছে পরিবহণ ব্যবস্থা । ১ লা জুলাই থেকে রাজ্য 50% শতাংশ যাত্রী নিয়ে আপাতত বাস চালু করার নির্দেশ দিয়েছে । কিন্তু ছাড় দিয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করলেও বড়সড় প্রশ্নচিহ্নের মুখে উত্তরবঙ্গে বেসরকারি বাসের যাত্রী পরিষেবা । রাজ্য সরকারের তরফে শর্তসাপেক্ষে বাস চালানোর নির্দেশিকা জারি করার পরেও আপাতত রাস্তায় নামবে না কোনও বেসরকারি বাস ।

উত্তরবঙ্গের পথে এখনই নামবে না বেসরকারি বাস
উত্তরবঙ্গের পথে এখনই নামবে না বেসরকারি বাস

By

Published : Jun 30, 2021, 11:12 PM IST

শিলিগুড়ি, ৩০ জুন : জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে আর শিকেয় বেসরকারি যাত্রী পরিষেবা । পরিবহনে রাজ্য সরকার বিষিনিষেধে শিথিলতা আনলেও ক্ষতিপূরণ করা সম্ভব নয় । ফলে দুরপাল্লার বেসরকারি বাস পরিষেবা দিলেও উত্তরবঙ্গে যাত্রী পরিষেবা বন্ধ রাখবে বেসরকারি বাস চালক ও মালিকরা ।

রাজ্য সরকারের বিধিনিষেধে কিছুটা ছাড় দিতেই স্বাভাবিক ছন্দে ফিরছে পরিবহন ব্যবস্থা । ১ লা জুলাই থেকে রাজ্য 50% শতাংশ যাত্রী নিয়ে আপাতত বাস চালু করার নির্দেশ দিয়েছে । কিন্তু ছাড় দিয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করলেও বড়সড় প্রশ্নচিহ্নের মুখে উত্তরবঙ্গে বেসরকারি বাসের যাত্রী পরিষেবা ।

উত্তরবঙ্গে আটটি জেলায় শিলিগুড়ি শহর থেকে প্রতিদিন প্রায় ছয় হাজার বেসরকারি বাস চলাচল করে থাকে । করোনার জেরে প্রায় দুই মাস বন্ধ ছিল সেই বাস পরিষেবা । রাজ্য সরকারের তরফে শর্তসাপেক্ষে বাস চালানোর নির্দেশিকা জারি করার পরেও আপাতত রাস্তায় নামবে না কোনও বেসরকারি বাস ।

বাস চালক ও মালিকদের সংগঠনের দাবি, যেভাবে জ্বালানীর মূল্যবৃদ্ধি হয়েছে তাতে রাজ্য সরকার যাত্রী ভাড়া বৃদ্ধি না করলে রাস্তায় বাস নামানো সম্ভব নয় ।

আরও পড়ুন...গোর্খাল্যান্ডে প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষকের প্রয়োজনীয়তার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুঙের

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সভাপতি প্রণবকান্তি মানি জানিয়েছেন, 'গত কয়েক বছর ধরেই পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছি সরকারের কাছে । কিন্তু এখনও ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি । আগে 100% যাত্রী নিয়েও বাস পরিষেবা দেবার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল বাস মালিকদের । তবে বর্তমানে ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায় 50% যাত্রী নিয়ে বাস পরিষেবা দেওয়া কোনো ভাবেই সম্ভব নয় । এই পরিস্থিতিতে বাস চালালে ঘর থেকে টাকা দিয়ে চালাতে হবে । সেই ক্ষতি আমাদের পক্ষে সামলানো সম্ভব নয় ।'

জ্বালানীর মূল্যবৃদ্ধি হচ্ছে আর শিকেয় বেসরকারি যাত্রী পরিষেবা

অন্যদিকে দূরপাল্লার বেসরকারি বাস মালিকদের সংগঠন শিলিগুড়ি বাস ওনার্স বুকিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সন্তোষ সাহা জানান, 'আপাতত ভাড়া বৃদ্ধির দিকে না গিয়ে আমরা যাত্রীদের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করছি। তবে প্রতিদিন রোটেশন করে ভিন রাজ্যে চলবে বাস।'

আরও পড়ুন...বোতলবন্দি তক্ষক-সহ পানিট্য়াঙ্কিতে গ্রেফতার দুই পাচারকারী

এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুরেশ আগারওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন রাজ্য সরকারের কোভিড স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 500 টি বাস বিভিন্ন রুটে নামানো হচ্ছে । তবে যাত্রীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details