শিলিগুড়ি, 5 মার্চ: নদী ভাঙন রোধের দায়িত্ব কার ? এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক ৷ শনিবার উত্তরবঙ্গ সফরে আসেন তিনি ৷ বিজেপি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, কেউ নিজের লোকসভা কেন্দ্র বা বিধানসভা এলাকায় নদী ভাঙন রোধে কোনও পদক্ষেপ করছে না ৷ এর পালটা জবাবে জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় কটাক্ষ করেন, "রাজ্যের কাজ রাজ্যকেই করতে হবে ৷ রাজ্য না-পারলে কেন্দ্রকে জানিয়ে দিক ৷" এর উত্তরে রাজ্যের সেচ মন্ত্রী বিজেপি সরকারের উদাসীনতার দিকে আঙুল তোলেন (Minister Partha Bhowmick takes a dig at Central Government over River Erosion) ৷
শনিবার শিলিগুড়িতে তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রশাসনিক কার্যালয়ে নদী ভাঙন ও সেচ প্রকল্প নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক সারেন মন্ত্রী পার্থ ভৌমিক ৷ বৈঠকে উপস্থিত ছিলেন সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ৷ এরপর বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে নিশানা করে সাংবাদিকদের পার্থ বলেন, "তিনি সাংসদ ৷ তাঁর দল কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে ৷ তিনি বলে দিন, আমার বিজেপি সরকার এক টাকাও দেবে না ৷ আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি যেদিন একথা বলে দেবেন, তারপরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুরো কাজটা করবে ৷ মানুষের বোঝা উচিত এরা বক্তৃতা দেবে আর ভোটে দাঁড়াবে ৷" এর আগে মোদি সরকারের অসহযোগিতার কথা বিধানসভায় উত্থাপন করেছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক ৷ পাশাপাশি এদিন বর্ষার আগে ব্যারেজের পরিস্থিতি জানিতে রিপোর্ট চান সেচমন্ত্রী ৷ কী কী সমস্যা রয়েছে তা 31 মার্চের মধ্যে জানাতে বলেছেন মন্ত্রী ৷
আরও পড়ুন: ভাঙনের জেরে তলিয়ে যেতে পারে শিশু শিক্ষা কেন্দ্র! আতঙ্কে প্রহর গুনছেন ফলতাবাসী