দার্জিলিং, 25 মে: ঘোষণা মতোই জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন) নির্বাচনের বিরোধিতা করে আমরণ অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung starts hunger strike)। বুধবার সকালে গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কার্যালয় সিংমারিতে আমরণ অনশনে বসেন তিনি । তাঁর অনশনকে কেন্দ্র করে পারদ চড়তে শুরু করেছে পাহাড়ের পাশাপাশি রাজ্য রাজনীতিতে (GTA elections)।
এ দিন সকালে বিমল গুরুঙের অনশন কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক মোর্চা কর্মী সমর্থক উপস্থিত হন । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বজায় রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেই মোর্চার অনশন কর্মসূচি ৷ আর তাকে ঘিরেই জিটিএ নির্বাচনে বিমল গুরুং তথা গোর্খা জনমুক্তি মোর্চার অবস্থান নিয়ে ধন্ধের সৃষ্টি হয়েছে । শুধু তাই নয় । জিটিএ নির্বাচনের বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে একজোট হয়ে জিটিএ নির্বাচনের বিরোধিতা করা উচিত বলে এ দিন বলেন বিমল গুরুং (Darjeeling news)।
গতকালই 26 জুন জিটিএ নির্বাচন ঘোষণা করেছেন জিটিএ নির্বাচনের স্পেশাল অবজার্ভার তথা জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিতরঞ্জন বর্ধন । আর তাঁর ঘোষণার পরই তড়িঘড়ি কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন মোর্চা নেতা বিমল গুরুং । সেখানেই সিদ্ধান্ত হয়েছিল, এ দিন সকাল থেকে আমরণ অনশনে বসবেন তিনি ।