শিলিগুড়ি, 30 জুন :গলায় শ্বাসনালীতে আটকে থাকা কানের দুল অস্ত্রোপচার করে বের করে সাফল্য দেখালেন হাসপাতালের চিকিৎসকরা (One Year Old Gets New Life Through Rare Surgery at NBMC)।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটির বয়স মাত্র এক বছর দু'মাস। ওই শিশুটির পরিবার বিহারের কিশানগঞ্জের বাসিন্দা। খেলার সময় কোনওভাবে শিশুটি কানের দুল গিলে ফেলে যা শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। মঙ্গলবার ওই সমস্যা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান শিশুটির বাবা-মা।
চিকিৎসককে জানানো মাত্র শিশুটিকে ইএনটি বিভাগে ভর্তি করা হয়। তৎক্ষণাৎ শিশুটির গলার সিটি স্ক্যান ও এক্স-রে করা হয়। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় একটি বিশেষ টিমও গঠন করা হয়। ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতোর নেতৃত্বে চিকিৎসকের একটি টিম গঠন করা হয়। ওই দলে ছিলেন সার্জেন রাধেশ্যাম মাহাতো, সঙ্গীত প্রকাশ, আজহারউদ্দিন। বুধবার ওই শিশুটির অস্ত্রোপচার করা হয়। টানা তিন ঘণ্টা ওই অস্ত্রোপচার চলার পর শ্বাসনালী থেকে ওই কানের দুল বের করতে সক্ষম হন চিকিৎসকরা ৷ শিশুটির প্রাণ ফিরে পেয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বাবা ও মা।