পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আতঙ্ক মিরিকে , মিলল আরও এক কোরোনা পজ়িটিভ - কোয়ারানটাইন

দার্জিলিং জেলা প্রশাসন সুত্রে জানা গেছে মিরিকের গয়াবাড়ির বাসিন্দা এক ব্যক্তি কোরোনা পজ়িটিভ ৷

darjeeling
কোরোনা আতঙ্ক মিরিকে , মিলল আবার এক কোরোনা পজ়িটিভ

By

Published : Jun 2, 2020, 12:47 PM IST

মিরিক,2 জুন : কার্সিয়াং ও সোনাদার পর এবার কোরোনা আতঙ্ক মিরিকেও । দার্জিলিং জেলা প্রশাসন সুত্রে জানা গেছে মিরিকের গয়াবাড়ির বাসিন্দা ওই ব্যক্তি। তিনি সম্প্রতি মহারাষ্ট্র থেকে 30 মে নাগাদ ফিরেছিলেন । তাঁর সঙ্গে মহারাষ্ট্র থেকে আসেন আরও দু' জন । তারা সবাই এখন কোয়ারানটিনে রয়েছেন । আজ তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে । গয়াবাড়ির বাসিন্দা ওই কোরোনা আক্রান্ত ব্যক্তিকে শিলিগুড়ির কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে ।

কিছুদিন আগেই মিরিকে বেড়াতে আসা এক যুবতি অসমে ফিরে গেলে তাঁর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । যদিও মিরিক থেকে ফেরা ওই যুবতি যাঁদের সংস্পর্শে আসেন তাঁদের সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । মিরিকবাসীর সাময়িক স্বস্তি পেলেও আবার নতুন করে জেলা স্বাস্থ্য দপ্তরের চিন্তায় ফেলে মহারাষ্ট্র ফেরত এই পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনা পজ়িটিভ ধরা পড়তে । মহারাষ্ট্র থেকে ফেরার পর তাঁকে মিরিক কলেজে কোয়ারানটিনে রাখা হয়েছিল । সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে শিলিগুড়িতে SARI হাসপাতালে পাঠানো হয় । এবার তাঁর কোভিড পজিটিভ আসায় তাঁকে মাটিগাড়া কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে ।

বিষয় নিয়ে মিরিক মহকুমা প্রশাসনের এক কর্তা মঙ্গলবার জানান, "ওই কোভিড আক্রান্তের সংস্পর্শে আর কারা কারা এসেছেন তা দেখা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details