দার্জিলিং, 7 অক্টোবর : হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের । শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের মেরিভিউ চা-বাগানের বড় লাইন এলাকায় ঘটনাটি ঘটেছে । মৃতের নাম ছোটেলাল ওঁরাও (55) ৷ তিনি ওই চা-বাগান এলাকার বস্তির বাসিন্দা ৷
বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ছোটেলাল ওঁরাও বিকেলে গরু নিয়ে চা-বাগান সংলগ্ন জঙ্গলে নিয়ে যান । রাতে আর বাড়ি ফেরেননি । এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও গ্রামবাসীরা জঙ্গলে খুঁজতে বেরলে জঙ্গলের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় ।
আরও পড়ুন :Gorkha : গোর্খা সমস্যা সমাধানে বৈঠক ডাকতেই কেন্দ্রকে ধন্যবাদ জিএনএলএফের, পাহাড়ে পড়ল পোস্টার
স্থানীয়রাই দেহ উদ্ধারের পর বন দফতরে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নকশালবাড়ি বন বিভাগের বনকর্মীরা । তাঁরা দেহটি উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি ব্লক হাসপাতালে পাঠান । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, গরু নিয়ে জঙ্গলে গেলে ওই ব্যক্তি হাতির মুখোমুখি পড়ে যান । সেই সময় হাতি তাঁর উপর আক্রমণ করে । মৃতের আত্মীয় সন্দীপ টোপো বলেন, "আমাদের গ্রাম জঙ্গল ঘেষে অবস্থিত হওয়ায় সবসময় হাতির আনাগোনা লেগেই থাকে । ধান চাষের মরশুমে সব থেকে বেশি হাতি আসে । বন বিভাগ নজরদারি চালালেও তা পর্যাপ্ত নয় ।"
আরও পড়ুন :Lakhimpur Kheri: লখিমপুরের ঘটনায় রাজনীতির অভিযোগ কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রীর
কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও সুরত্ন শেরপা বলেন, "হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি । ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে । সব খতিয়ে দেখা হবে ।"