পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আতঙ্ক ফিরল বাগডোগরায়, দলছুট দাঁতালের হানায় মৃত্যু 1 ব্যক্তির; চলতি বছরে প্রাণ হারিয়েছেন 9 জন - হাতির হানা

Death Due to Elephant Attack in Darjeeling: লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল দলছুট দাঁতাল ৷ এমনকী পা দিয়ে পিষে মারা হল এক ব্যক্তিকে ৷ ঘটনাটি ঘটেছে আপার বাগডোগরা এলাকায় ৷ হাতির হামলায় আহত হয়েছে এক গাড়ি চালক ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 1:05 PM IST

Updated : Dec 16, 2023, 1:10 PM IST

আপার বাগডোগরায় দাঁতালের হামলায় মৃত্যু এক ব্যক্তির

দার্জিলিং, 16 ডিসেম্বর: ফের হাতির হানায় মৃত্যু ব্যক্তির ৷ এই নিয়ে চলতি বছরে হাতির হানায় 9 জনের মৃত্যুর ঘটনা ঘটল দার্জিলিং জেলায় ৷ নভেম্বর মাসে হাতির হানায় নকশালবাড়ি এলাকায় মৃত্যু হয়েছিল এক মহিলার ৷ আর শনিবার সকালে হাতির হানায় মৃত্যু হল আরও একজনের ৷ বন দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দীলিপ রায় ৷ পেশায় রাজমিস্ত্রি ৷ এদিন টুকুরিয়াঝার জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ঢুকে পরে একটি দলছুট দাঁতাল ৷ হাতির হানার ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ লোকালয়ে হাতি ঢুকে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷

বন দফতর প্রাথমিকভাবে অনুমান করছে, দলছুট দাঁতালটি খাবারের খোঁজে টুকুরিয়াঝার জঙ্গল থেকে আপার বাগডোগরার লোকালয়ে ঢুকে পড়েছিল ৷ প্রথমে দাঁতালটি লোকালয়ে ঢুকে বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর চালায় ৷ এরপর অলিগলি দিয়ে যাওয়ার সময় আচমকা হাতিটির সামনে চলে আসেন দিলীপ রায় ৷ পালানোর পথ পাননি তিনি ৷ ফলে হাতিটি তাঁকে ধরে ফেলে এবং পা দিয়ে পিষে দেয় বলে স্থানীয়দের দাবি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপ রায়ের ৷ এরপর হাতিটি সামনে থাকা একটি চারচাকা গাড়িতে আক্রমণ করে ৷

দাঁত ঢুকিয়ে শুঁড় দিয়ে তুলে গাড়িটিকে আছাড় মারার চেষ্টা করে ৷ ফলে গাড়িতে থাকা চালক আহত হন ৷ দাঁতালের হানার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা ৷ তারা পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে ৷ পাশাপাশি বাগডোগরা থানার পুলিশ পৌঁছে দিলীপ রায়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ৷ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান অমৃতলাল সরকার বলেন, "এই নিয়ে দ্বিতীয়বার আমাদের এলাকায় হাতি ঢুকল ৷ এর আগে শিয়াভিটা দিয়ে ঢুকেছিল ৷ বারবার কেন হাতি ঢুকছে তা দেখতে বন দফতরকে আবেদন করা হয়েছে ৷ সেই সঙ্গে বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মৃতের পরিবারকে দ্রুত আর্থিক সাহায্য দেওয়া হবে ৷"

আরও পড়ুন:

  1. ছেলে হারানোর পর হাতির হানায় নষ্ট ফসল, কাঠগড়ায় বন বিভাগ
  2. গজরাজের তাণ্ডবে পরপর মৃ্ত্যু! দুষ্ট হাতিদের বাগে আনতে সংশোধনাগার তৈরি করছে বন দফতর
  3. চোখের সামনে হাতি ছেলেকে তুলে আছাড় মারল, আক্ষেপ বিষ্ণু দাসের
Last Updated : Dec 16, 2023, 1:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details