পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Landslide in Darjeeling: দার্জিলিঙে ধস নেমে 1 জনের মৃত্যু, কালিম্পঙে তিস্তার জলস্তর বেড়ে বিপদ - Teesta River Water Level

Teesta River Water Level Increased: তিস্তা নদীর জলস্তর বাড়ায় বিপদ বেড়েছে 10 নম্বর জাতীয় সড়কে ৷ সেখানে একাধিক জায়গায় ধস নেমেছে ৷ সেই সঙ্গে নদীর পাড়ের বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে ৷ দার্জিলিঙে ধসে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে ৷

Landslide in Darjeeling ETV BHARAT
Landslide in Darjeeling

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 1:10 PM IST

ভারী বৃষ্টিতে পাহাড়ে ধস, প্রাণ গেল এক প্রৌঢ়ের

দার্জিলিং ও কালিম্পং, 25 অগস্ট: রাতভর বৃষ্টিতে পাহাড়ে ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ দার্জিলিংয়ের তকবর ব্লকের পাতাবুংয়ের ডান্ডা গ্রামের ঘটনা ৷ শুক্রবার সকালে আচমকাই ধস নামে পাহাড়ি ওই গ্রামে ৷ যে ঘটনায় বছর 59-এর প্রৌঢ় বাবুলাল রাইয়ের বাড়ি ভেঙে পড়ে এবং ধসে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর ৷ অন্যদিকে, লাগাতার বৃষ্টিতে কালিম্পঙে 10 নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস নেমেছে ৷ ফলে বন্ধ হয়ে রয়েছে যানচলাচল ৷ বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তরও বেড়ে গিয়েছে ৷ যার জেরে নদীর জল জাতীয় সড়কে ও বহু বাড়িতে ঢুকে গিয়েছে ৷

গতকাল রাত থেকেই রাজ্যের সর্বত্র শুরু হয়েছে ভারী বৃষ্টি ৷ আর পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ধস নেমে এবার প্রাণ গেল এক প্রৌঢ়ের ৷ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, দার্জিলিঙের পাতাবুং এলাকার বাসিন্দা বাবুলাল রাইয়ের বাড়ির উপর পাহাড় থেকে নামা ধস ভেঙে পড়ে ৷ ঘটনায় ধসে চাপা পড়ে মৃত্যু হয় বাবুলাল রাইয়ের ৷ খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় তকবর সমষ্টির ইনচার্জ অলোক কান্তামণি থুলুং ঘটনাস্থলে যান ৷ ধস সরিয়ে জনজীবন স্বাভাবিক করতে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা সেখানে পৌঁছান ৷

বাবুলাল রাইয়ের দেহ পুলিশ উদ্ধার করেছে ৷ তাঁর দেহ মর্গে পাঠানো হয়েছে ৷ অন্যদিকে, লাগাতার বৃষ্টিতে ওই এলাকায় এমন একাধিক ধসের আশংকা করছে প্রশাসন ৷ তাই পুলিশের সাহায্যে পাহাড়ের বহু বাড়ি থেকে মানুষজনকে নিরাপদে সরানো হয়েছে ৷

আরও পড়ুন:হিমাচলে ভয়াবহ ধস, মুহূর্তে ধুলোয় মিশল পাহাড়ের কোলে থাকা 8টি বাড়ি

অন্যদিকে, 10 নম্বর জাতীয় সড়কে উঠে এসেছে তিস্তা নদীর জল ৷ লাগাতার বৃষ্টিতে তিস্তার জলস্তর বেড়ে গিয়েছে ৷ সেই সঙ্গে বহু বাড়িতে তিস্তার জল ঢুকে গিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় 10 নম্বর জাতীয় সড়কে বেশ কিছু জায়গায় ধস নেমেছে ৷ আপাতত ওই রাস্তা দিয়ে যানচলাচল বন্ধ রাখা হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ শুরু করেছে ৷ 29 মাইলে জাতীয় সড়কের উপর একটি গাছ ভেঙে পড়ে ৷ বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও, ওই অংশে যানচলাচল বন্ধ হয়ে যায় ৷ সেখান দিয়ে এই মুহূর্তে একমুখী যানচলাচল করছে ৷

স্থানীয় বাসিন্দা প্রতাপ রাই বলেন, "মাঝরাতে তিস্তা নদীর জল বাড়িতে ঢুকে গিয়েছে ৷ রাতেই পুলিশ এসে বাড়ি খালি করতে বলে ৷ এদিকে রাস্তার অবস্থাও বেহাল ৷ একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানালেও কোন লাভ হয়নি ৷"

ABOUT THE AUTHOR

...view details