পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে বৃদ্ধের মৃত্যু , দেহ আগলে সৎকারের অপেক্ষায় পরিবার - CPI(M )

শিলিগুড়ির শক্তিগড় এলাকায় গতকাল মৃত্যু হয় CPI(M ) নেতার বাবা মনোরঞ্জন সাহার । তিনিও জ্বরে ভুগছিলেন। সেই কারণে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়ে দেয় রিপোর্ট দেখে তবে পদক্ষেপ নেওয়া হবে। এই পরিস্থিতিতে বাড়িতেই সকাল থেকে দেহ আগলে বসে রয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।

siliguri
siliguri

By

Published : Jul 28, 2020, 3:05 PM IST

শিলিগুড়ি, 28 জুলাই : শিলিগুড়ির শক্তিগড় এলাকায় গত শুক্রবার মৃত্যু হয়েছিল স্থানীয় CPI(M ) নেতা অজয় সাহার। তিনি কোরোনা আক্রান্ত ছিলেন। ঘটনার পর পরিবারের বাকি সদস্যদের সোয়াব সংগ্রহ করা হলেও এখনও তার রিপোর্ট মেলেনি। এই পরিস্থিতির মাঝেই এবার মৃত্যু হল ওই CPI(M ) নেতার 89 বছরের বাবা মনোরঞ্জন সাহার । তিনিও জ্বরে ভুগছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, "আজ সকাল সাড়ে ছটা নাগাদ মৃত্যু হয় অজয় সাহার । খবর দেওয়া হয় জলপাইগুড়ি জেলা প্রশাসনকে। জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়ে দেয় রিপোর্ট দেখে তবে পদক্ষেপ নেওয়া হবে। এই পরিস্থিতিতে বাড়িতেই সকাল থেকে দেহ আগলে বসে রয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।


পরিবারের এক সদস্যা টেলিফোনে জানান, “রিপোর্ট না আসায় আমরাও দেহ দাহ করতে পারছি না। অন্যদিকে প্রশাসনের তরফে দেহ নিয়ে যাওয়া হয়নি। কী করব বুঝে উঠতে পারছি না। কোরোনা আতঙ্কে এলাকার বাসিন্দারাও কেউ এগিয়ে আসেননি। অসহায় পরিস্থিতির মাঝে রয়েছি আমরা।”

ABOUT THE AUTHOR

...view details