পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Siliguri Road Accident: অঞ্জলি কাণ্ডের ছায়া এ রাজ্যও! বাইক আরোহীকে কয়েকশো মিটার টেনে নিয়ে গেল ডাম্পার - দুর্ঘটনাস্থলে প্রাণ হারান বাইক আরোহী

দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মতোই বাইক-আরোহীকে কয়েকশো মিটার টেনে নিয়ে গেল ৷ এরপরই বাইক-সহ ডাম্পারটিতে আগুন ধরে যায়! দুর্ঘটনাস্থলে প্রাণ হারান বাইক-আরোহী অনন্ত সাহা (One Man Died in a Road Accident) ৷ বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের কাছে 31 নম্বর জাতীয় সড়কে।

Siliguri Road Accident
বাইক-সহ ডাম্পারটিতে আগুন

By

Published : Jan 6, 2023, 9:50 AM IST

Updated : Jan 6, 2023, 10:34 AM IST

বাইক আরোহীকে কয়েকশো মিটার টেনে নিয়ে গেল ডাম্পার

শিলিগুড়ি, 6 জানুয়ারি: দিল্লি, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের পর এবার শিলিগুড়ি! উলটো রুটে ঢুকে গেল ডাম্পার। ধাক্কা মারার পর বাইক-সহ চালককে টেনে নিয়ে গেল কয়েকশো মিটার দূরে। শেষে বাইক-সহ ডাম্পারটিতে ধরে যায় আগুন! দুর্ঘটনাস্থলে প্রাণ হারান ওই বাইক-আরোহী (One Man Died in a Road Accident) ৷ বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহরে। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের কাছে 31 নম্বর জাতীয় সড়কে।

পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অনন্ত সাহা। বছর 42-র অনন্তর বাড়ি বাগডোগরার গোসাইপুর এলাকায়। তিনি শাঁখার ব্যবসায়ী। এদিন বাইকে সওয়ার হয়ে বাড়ির পথে রওনা হয়েছিলেন অনন্ত সাহা। বিশ্ববিদ্যালয়ের সামনে আসতেই হঠাতই একটি ডাম্পার রং রুটে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ সংঘর্ষ হয় বাইকে থাকা অনন্তের সঙ্গে ৷ ধাক্কা মারার পর ডাম্পারটি তাঁকে কয়েকশো মিটার হ্যাঁচড়াতে-হ্যাঁচড়াতে নিয়ে যায়।

গুরুতর জখম হয়ে সেখানেই মৃত্যু হয় বাইক চালক অনন্তের। অন্যদিকে, বাইকের সঙ্গে সংঘর্ষের জেরে আগুন লেগে যায় ডাম্পারে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তারা পোঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ডাম্পার চালক পলাতক। তার উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এনিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানান, একটি মামলা রুজু হয়েছে ৷ পলাতক ডাম্পারের চালকের খোঁজে তল্লাশি চলছে ৷ তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলের কাছেই একটি সিসিটিভি ফুটেজ রয়েছে ৷ সেই ফুটেজ দেখে ঘাতক ডাম্পারের নম্বরের মাধ্যমে মালিককে খোঁজ করা হচ্ছে ৷

আরও পড়ুন:স্কুটার-সহ মহিলাকে হিঁচড়ে কয়েক কিমি নিয়ে গেল ট্রাক! খোয়া গেল প্রাণ

উল্লেখ্য, এর আগে, দিল্লির রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান এক তরুণী। বর্ষবরণের রাতে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন তিনি। সুলতানপুরী এলাকায় সেই স্কুটিকে ধাক্কা মারে একটি গাড়ি। সংঘর্ষের পর ওই তরুণীর পোশাক আটকে যায় গাড়ির সামনে । তারপর গাড়িটি কয়েক কিলোমিটার দূরে টেনে যায় তাঁকে! শেষপর্যন্ত পুলিশ যখন গাড়টিকে আটক করে, ততক্ষণে মৃত্যু হয়েছে ওই তরুণীর। অন্যদিকে, দিল্লির এই মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি উত্তরপ্রদেশেও ৷ স্কুটার-সহ এক মহিলাকে ধাক্কা মেরে প্রায় 3 কিলোমিটার ঘষটে নিয়ে যায় ট্রাক ৷ দুর্ঘটনায় নিহত হন ওই মহিলা ৷

Last Updated : Jan 6, 2023, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details