শিলিগুড়ি, 6 জুন : এবার কোরোনায় আক্রান্ত হলেন এক দন্ত চিকিৎসক। শিলিগুড়ির মাটিগাড়া উত্তরায়ণ টাউনশিপ সংলগ্ন একটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত তিনি। শহরের একাধিক জায়গায় তাঁর নিজস্ব চেম্বারও রয়েছে।
শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত চিকিৎসক - শিলিগুড়ি
কোরোনায় আক্রান্ত আরও এক স্বাস্থ্যকর্মী। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালের দন্ত চিকিৎসকের দেহে মিলল কোরোনা সংক্রমণের হদিস।
![শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত চিকিৎসক ONE DOCTOR TESTS CORONA POSITIVE IN SILIGURI](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:41-wb-sil-corona-pvt-doctor-06-7208071-06062020184046-0606f-1591449046-780.jpg)
ONE DOCTOR TESTS CORONA POSITIVE IN SILIGURI
বেশ কয়েকদিন ধরে কোরোনার উপসর্গ নিয়ে নার্সিংহোমে ভরতি ছিলেন ওই চিকিৎসক। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। আজ রিপোর্ট কোরোনা পজ়িটিভ আসে। এরপরেই তাঁকে কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত কয়েকদিন ধরে তিনি যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদের চিহ্নিত করার কাজ শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা।
এর আগে কোরোনা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত একাধিক চিকিৎসক ও ল্যাব কর্মী কোরোনায় আক্রান্ত হন।