পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়ি থেকে গ্রেফতার দুই রোহিঙ্গা সহ এক এজেন্ট - শিলিগুড়ি থেকে গ্রেফতার রোহিঙ্গা

এনজিপি থানার বড় সাফল্য ৷ ফের শিলিগুড়ি থেকে গ্রেফতার দুই রোহিঙ্গা সহ এক এজেন্ট ৷

One agent including tsiliguriwo Rohingyas arrested from
One agent including tsiliguriwo Rohingyas arrested from

By

Published : May 29, 2021, 4:08 PM IST

শিলিগুড়ি, ২৯ মে : ফের শিলিগুড়ি থেকে গ্রেফতার রোহিঙ্গা । তাঁদের নাম রুকিয়া ও আজিদা ৷ সেইসঙ্গে ধরা পড়েছে এক এজেন্ট ৷ তাঁর নাম জাহিরুল ইসলাম ৷ আজই তিনজনকে গ্রেফতার করেছে এনজিপি থানার পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালিয়ে ছিল তারা ৷ এমনটাই দাবি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে ৷

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের রোহিঙ্গাদের উদ্বাস্তু শিবির থেকেই পালিয়ে এসেছেন ধৃতরা ৷ অসমের বাসিন্দা এজেন্ট জাহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে কলকাতায় আসার পরিকল্পনা করেছিলেন এঁরা ৷ কিন্তু, এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয় তাঁদের ।

আরও পড়ুন :3 দিন পর গেঞ্জি কারখানা থেকে 4 শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার

এরপরই দফায় দফায় চালানো হয় জিজ্ঞাদাবাদ ৷ জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বাংলাদেশের কক্সবাজারের উদ্বাস্তু শিবির থেকে পালিয়ে এসেছেন এই দুই যুবতী । টাকা দিয়ে ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার হয়েছেন তাঁরা ৷

তাঁরা আরও জানান, কাজ দেওয়ার নাম করে ওই এজেন্ট তাঁদের কলকাতা নিয়ে যাচ্ছিল ৷ যদিও এই কথায় কতখানি সত্যতা আছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷

এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details