শিলিগুড়ি, 11 অগস্ট : পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আইনগত ভিত্তি নেই ৷ চ্যালেঞ্জ করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য ৷ পৌরনিগমের প্রশাসক বোর্ডে অন্যায়ভাবে দলীয় নেতাদের বসানোর অভিযোগ তুলে প্রয়োজনে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল দার্জিলিং জেলা বামফ্রন্ট । শুধু তাই নয়, বোর্ডে গৌতম দেব, রঞ্জন সরকার, অলোক চক্রবর্তীদের মতো দলীয় নেতাদের প্রশাসক বোর্ডের সদস্য করায় তাঁদের "উড়ে এসে জুড়ে বসা" বলে কটাক্ষ করেন প্রবীণ বামনেতা অশোক ভট্টাচার্য । 2021-এ বিধানসভা ভোটে পরাজিত হন প্রবীণ সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য ৷ এ বছর করোনা আবহে পৌরভোট বাকি রয়েছে ৷ তাই 17 অগস্ট নানাবিধ দাবিদাওয়া নিয়ে শাসকদলের বিরুদ্ধে মিছিল করে শিলিগুড়ির পৌরনিগম অভিযান করবে দার্জিলিং জেলা বামফ্রন্ট ৷ এদিন সাংবাদিক বৈঠকে একথা জানান বামনেতা অশোক ভট্টাচার্য ৷
পৌরসভা বিতর্ক
আজ পশ্চিমবঙ্গে যে পৌরসভাগুলি চলছে সেগুলি কোন আইনে চলছে, এ নিয়ে প্রশ্ন করেন বামনেতা অশোক ভট্টাচার্য ৷ প্রথম 6 মাস অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড গঠন করা হয়েছিল । পৌরসভার আইন অনুযায়ী কোনও একটা নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হলে 6 মাসের জন্য প্রশাসক নিয়োগ করা যায় ৷ এই সরকার সেই আইন সংশোধন করল, প্রশাসক বোর্ডের মেয়াদ 6 মাস থেকে 1 বছর করে দিল ৷ এই শিলিগুড়িতে 18 মে 2021 পৌরনিগমের প্রশাসক বোর্ডের মেয়াদ ফুরিয়ে গেছে ৷ তার পরেও গৌতম দেব পৌরপ্রশাসক হিসেবে কীভাবে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের প্রাক্তন নগরোন্নয়ন ও পুরমন্ত্রী ৷ তিনি বলেন, "নির্বাচন করতে হবেই ৷ আর কোনও অবস্থাতেই পলিটিক্যাল লোকদের নিয়ে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারে না ৷" সেইজন্য আইনগত পরামর্শ নেবেন তাঁরা, জানালেন সাংবাদিক সম্মেলনে ৷
বাম নেতৃত্বের দাবি
- এঁদের সরাতে হবে ৷
- অবিলম্বে নির্বাচন করতে হবে
- মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমি মেয়র থেকে অ্যাডমিনিস্ট্রেটর হয়েছি ৷ এঁরা সেখানে কোনওদিন ছিলেন না ৷ পৌরসভার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না ৷ উড়ে এসে জুড়ে বসেছেন ৷"
- শুধু শিলিগুড়ি নয়, সারা পশ্চিমবঙ্গ যেখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বা পৌরপ্রশাসক হিসেবে শাসকদলের নেতাদের বসানো হয়েছে, তাঁদের অপসারণ করতে হবে ৷
- পৌরপ্রশাসক মণ্ডলীতে একজন সরকারি আধিকারিককে নিযুক্ত করতে হবে ৷
- টিকা নিয়ে সমস্ত রকম দলবাজি বন্ধ করতে হবে ৷
- পৌরসভাকে থানা বানানো হয়েছে ৷ কিন্তু মনে রাখতে হবে, পৌরসভা নাগরিকদের নিজস্ব সংস্থা ৷
এই সব অভিযোগের ভিত্তিতে 17 তারিখ কর্পোরেশন অভিযানের হুঁশিয়ারি দিলেন প্রবীণ বাম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য ৷ এমনকি কর্পোরেশন ঘেরাও করা হবে জানালেন তিনি ৷