পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Toy Train Accident: কার্শিয়াংয়ে টয়ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের - দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমা

টয়ট্রেনের ধাক্কায় পাহাড়ে মৃত্যু হল বছর সত্তরের এক বৃদ্ধের। সোমবার তিনধারিয়ায় দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়িগামী টয়ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে (Toy Train Accident) । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে ৷

Toy Train Accident
প্রতীকী ছবি

By

Published : Feb 13, 2023, 7:53 PM IST

দার্জিলিং, 13 ফেব্রুয়ারি:দার্জিলিং থেকে তিনধারিয়াগামীটয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের (One Old Man Died In a Toy Train Accident)। সোমবার বিকেল নাগাদ দুর্ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় কার্শিয়াং মহকুমার 20 মাইলের তিনধারিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম খড়গা বাহাদুর তামাং। বয়স 70 ৷ তিনি তিনধারিয়া চা বাগান এলাকারই বাসিন্দা। এদিন দার্জিলিং থেকে এনজেপিগামী টয়ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাইনের ধারে কোনও কাজ করছিলেন ওই বছর সত্তরের বৃদ্ধ। তখন টয়ট্রেনটি বাঁক নেওয়ার সময়ই ঘটে যায় বিপত্তি ৷ টয়ট্রেনের নীচে চাপা পড়েন ওই বৃদ্ধ। কোনও কারণে ট্রেনের হর্ন শুনতে পাননি তিনি। ট্রেনটি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে বৃদ্ধকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে তিনধারিয়া ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ ওই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় টয়ট্রেনের যাত্রীদের মধ্যেও। ঘটনার ফলে প্রায় ঘণ্টাখানেক দেরিতে রওনা দেয় ঘাতক টয়ট্রেনটি।

এ বিষয়ে দার্জিলিং-হিমালয়ান রেলের ডিরেক্টর প্রিয়াংশু বলেন, "কার্শিয়াংয়ে তিনধারিয়ার কাছে এক বৃদ্ধ টয়ট্রেনে কাটা পড়ে মারা যান। ট্রেনটি এনজেপি যাচ্ছিল। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ট্রেনের লোকোর কাছে একটি রিপোর্ট চাওয়া হয়েছে কী করে ঘটনাটি ঘটল তা জানানোর জন্য।" উল্লেখ্য, 2021 সালে একইভাবে টয়ট্রেনে কাটা পরে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধার। ওই বৃদ্ধা দার্জিলিংয়ের বাসিন্দা ছিলেন। তবে টয়ট্রেনের ধাক্কার প্রাণহানির ঘটনা সচরাচর ঘটে না।

আরও পড়ুন:বেঙ্গল সাফারি পার্কের কাছে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত 3

কিন্তু একাধিকবার পাহাড়বাসী বা সাধারণ মানুষের গাফিলতির কারণে দুর্ঘটনা প্রায় লেগেই থাকে। আইন লঙ্ঘন করে টয়ট্রেনের লাইনের উপর গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। আরপিএফ ও ডিএইচআরের তরফে পাহাড়ে সেই বিষয়ে সচেতনতামূলক অভিযান করার পর সম্প্রতি দুর্ঘটনা অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

ABOUT THE AUTHOR

...view details