দার্জিলিং, 13 ফেব্রুয়ারি:দার্জিলিং থেকে তিনধারিয়াগামীটয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের (One Old Man Died In a Toy Train Accident)। সোমবার বিকেল নাগাদ দুর্ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় কার্শিয়াং মহকুমার 20 মাইলের তিনধারিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম খড়গা বাহাদুর তামাং। বয়স 70 ৷ তিনি তিনধারিয়া চা বাগান এলাকারই বাসিন্দা। এদিন দার্জিলিং থেকে এনজেপিগামী টয়ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাইনের ধারে কোনও কাজ করছিলেন ওই বছর সত্তরের বৃদ্ধ। তখন টয়ট্রেনটি বাঁক নেওয়ার সময়ই ঘটে যায় বিপত্তি ৷ টয়ট্রেনের নীচে চাপা পড়েন ওই বৃদ্ধ। কোনও কারণে ট্রেনের হর্ন শুনতে পাননি তিনি। ট্রেনটি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে বৃদ্ধকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে তিনধারিয়া ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ ওই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় টয়ট্রেনের যাত্রীদের মধ্যেও। ঘটনার ফলে প্রায় ঘণ্টাখানেক দেরিতে রওনা দেয় ঘাতক টয়ট্রেনটি।