শিলিগুড়ি, 4 মে: টানা এগারো ঘণ্টা অভিযানের পর বেগরাজ গ্রুপের অফিস ছাড়লেন আয়কর বিভাগের আধিকারিকরা ৷ বুধবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁরা বেগরাজ গ্রুপের সেবক রোডে একটি মলে পিআরএম রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেডের ওই অফিস থেকে বেরিয়ে যান তাঁরা ৷ অভিযানের বিষয়ে একাধিকবার জিজ্ঞাসা করলেও সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন আয়কর বিভাগের কর্মীরা ৷ অভিযান সম্পর্কিত কোনও বিষয়ে কোনওরকম তথ্য তাঁরা দেননি ৷ তবে বের হওয়ার সময় আধিকারিকদের হাতে একটি ট্রলি ব্যাগ, আরও কয়েকটি অন্যান্য ব্যাগ দেখা গিয়েছে ৷ সূত্রের খবর, অফিস থেকে বেশ কিছু নথি আয়কর বিভাগের কর্মীরা সঙ্গে নিয়েছেন ৷
প্রসঙ্গত, বেগরাজ গ্রুপের কর্ণধারের সঙ্গে বহুদিনের সুসম্পর্ক রয়েছে রায়গঞ্জের বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণীর । রায়গঞ্জ ও মালদার দু'টি শপিং মলও তৃণমূল নেতার সঙ্গে অংশীদারিত্বে তৈরি করেছিল বেগরাজ গ্রুপ ৷ সূত্র মারফত জানা গিয়েছে, বেগরাজ গ্রুপের প্রোমোটিং ও রিয়েল এস্টেটে অংশীদার কৃষ্ণ কল্যাণী এবং সেই সংস্থায় ব্যবসায়িক বিনিয়োগও করতেন কৃষ্ণ কল্যাণী ৷