দার্জিলিং, 25 মার্চ :সেবকের বাগপুলে (করোনেশন সেতু) শ্যুটিংয়ে বিস্ফোরণের ঘটনায় ক্লোজ করা হল সেবক ফাঁড়ির ওসি ডালিম অধিকারীকে (Cornation Bridge Case)। তাঁর পরিবর্তে সেবক ফাঁড়ির ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তপন দাসকে ৷ পাশাপাশি ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রোডাকশন ম্যানেজার চৈতালি বন্দ্যোপাধ্যায়কে ৷ পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া শ্যুটিংয়ে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার তাঁকে কালিম্পং জেলা আদালতে তোলা হয় । চৈতালি বন্দ্যোপাধ্যায় একটি নামী প্রোডাকশন সংস্থার উত্তরবঙ্গের দায়িত্বে রয়েছেন । তাঁর বিরুদ্ধে জাতীয় সড়ক বন্ধ করা, বিনা অনুমতিতে সেতুতে অগ্নিসংযোগ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ।
জানা গিয়েছে, শুক্রবার হেরিটেজ শিরোপাধারী সেবকের বাগপুলে বিনোদ মেহেরার ছেলে রোহন মেহেরার হিন্দি ওয়েব সিরিজ "কালা"র শ্যুটিংয়ের অংশ হিসেবে একটি আর্মি ট্রাকে বিস্ফোরণ করানো হয় । কিন্তু ওই বিস্ফোরণের জন্য দার্জিলিং এবং কালিম্পং জেলার পুলিশ ও প্রশাসনের তরফে কোনও অনুমতি নেওয়া হয়নি । বিস্ফোরণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন । প্রশাসনের বিনা অনুমতিতে কীভাবে 31 নম্বর জাতীয় সড়কের ওই দুর্বল সেতুর উপর শ্যুটিংয়ে বিস্ফোরণ ঘটানো হল, সেই প্রশ্ন ওঠে ।