পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধস বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক যেন মৃত্যু ফাঁদ - 10 national highway

সপ্তাহখানেক ধরে ভারী ও অতি ভারী বৃষ্টি হওয়ায় 10 নম্বর জাতীয় সড়কে এখন প্রায়ই ধস নামছে । ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে পর্যটকদের ।

ফাইল ফোটো

By

Published : Jul 16, 2019, 2:16 PM IST

দার্জিলিং, 16 জুলাই : হাঁটার জন্য জায়গা খুব সামান্য । তাই দিয়েই কোনওমতে যাতায়াত চলছে । তবে, যে কোনও মুহূর্তে রাস্তা ভেঙে পড়ে যেতে পারে খাদে । বা ধস নেমে তার তলায় চাপা পড়তে পারে বহু মানুষ । এমনই অবস্থা 10 নম্বর জাতীয় সড়কের । সপ্তাহখানেক ধরে ভারী ও অতি ভারী বৃষ্টি হওয়ায় এই সড়কে এখন প্রায়ই ধস নামছে । ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে পর্যটকদের ।

ভারী বৃষ্টির জেরে রোজই পর্বতের উপর নীচে রাস্তায় বোল্ডার গড়িয়ে পড়ছে । কাদামাটি পড়ে বন্ধ থাকছে সড়ক । ধসে সড়ক ভেঙ্গে বা বসে যাওয়ায় গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে । খরস্রোতা তিস্তা গিলছে জাতীয় সড়কের একাংশ । সোম ও মঙ্গলবার রংপোর কয়েকটি জায়গা বারবার ধস নামায় জাতীয় সড়ক বন্ধ । পূর্ত দপ্তর ধস সরাতে জরুরিভিত্তিতে কাজ করছে । কিন্তু এক জায়গার ধস সরাতে না সরাতেই অন্যত্র ধস নামছে । সড়কের বিভিন্ন অংশ ধসে গিয়ে বিপজ্জনক হয়ে পড়ছে । পাহাড় কেটে ফের রাস্তা বের করা হলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না । আর এভাবেই এখন বর্ষায় কার্যত মৃত্যুফাঁদ হয়ে ওঠেছে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের মূল সড়ক 10 নম্বর জাতীয় সড়ক ।

দার্জিলিং জেলার ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অফিসার রিনচেন শেরপা এবিষয়ে বলেন, "পাহাড়ে ধসের জেরে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে । তবে কোনও সড়ক পুরোপুরি বন্ধ নেই । ওয়ান ওয়ে করে গাড়ি চলছে এক থেকে দু'টি জায়গায় । ধসে ক্ষতিগ্রস্ত 49 টি পরিবার ত্রাণ শিবিরে রয়েছে । দার্জিলিং পাহাড়ে এই কদিনের ধসে অন্তত 75 টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ও 894 টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details