শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি : সরস্বতী পুজো উপলক্ষে মাঝরাতে করা হল কিন্নরদের অশ্লীল নাচের আয়োজন । এলাকায় চলল মদ্যপদের তান্ডব, উড়ল টাকা । বুধবার রাতে শিলিগুড়ি পৌরনিগমের 45 নম্বর ওয়ার্ডের পার্বতী ঘাট সংলগ্ন এলাকার ঘটনা । ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিন্নর এবং মদ্যপদের অশ্লীল নাচের সেই ভিডিয়ো ।
জানা গেছে, স্থানীয় নবযুবক কমিটির তরফে আয়োজন করা হয়েছিল কিন্নরদের ওই বিশেষ অনুষ্ঠান । দুটি গাড়িতে মোট 12 জন কিন্নরদের চড়ানো হয় । সঙ্গে পাড়া জাগানো মিউজ়িক বাজিয়ে ওই গাড়ি দুটি পার্বতি ঘাট সংলগ্ন এলাকায় ঘোরে। ভিডিয়োতে দেখা গিয়েছে কিন্নরদের অশ্লীল নাচে কীভাবে মদ্যপরা টাকা ওড়াচ্ছে । কীভাবে কিন্নরদের কাপড় টানাটানি করা হচ্ছে। প্রায় ঘণ্টাখানেক চলে সেই অশ্লীল অনুষ্ঠান ।