শিলিগুড়ি, 14 এপ্রিল : আগেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্স । এবার তাঁর স্বামীও কোরোনায় আক্রান্ত বলে জানাল স্বাস্থ্য বিভাগ । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে।
কোরোনায় আক্রান্ত উত্তরবঙ্গ মেডিকেলের নার্সের স্বামীও - corona new updates
কোরোনায় আক্রান্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সের স্বামীও ।
![কোরোনায় আক্রান্ত উত্তরবঙ্গ মেডিকেলের নার্সের স্বামীও ছবি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6794354-265-6794354-1586879318201.jpg)
স্বাস্থ্য বিভাগের তরফে জানা গেছে, মাটিগাড়ার কোরোনা হাসপাতালে দু'জন আক্রান্তই ভরতি রয়েছেন। এবিষয়ে টাস্ক ফোর্সের সদস্য চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালি জানান, কালিম্পঙে মৃত মহিলার সংস্পর্শে আসা আরও ৪ জন সেখানে আছেন। তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা আগামীকাল করা হবে।
গতকাল উত্তরবঙ্গ মেডিকেলের নার্সের রিপোর্ট পজ়িটিভ আসায় তাঁকে মাটিগাড়ার কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আজ তাঁর স্বামীকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে । ওই নার্স কোরোনায় আক্রান্ত হয়ে মৃত কালিম্পঙের মহিলার সংস্পর্শে এসেছিলেন বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য চিকিৎসক গোপাল কৃষ্ণ ঢালি।