শিলিগুড়ি, 22 অক্টোবর : এ রাজ্যে NRC হবে না । আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক সভায় সরকারি আমলাদের এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি ভোটার তালিকায় নাম তোলার কাজ এবং সংশোধন প্রক্রিয়ার উপর জোর দিতে বলেন । মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় নানা ভাষার মানুষ বাস করে । তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় তুলতে হবে । নাম তোলার জন্য যে নথি প্রয়োজন তার যে কোনও একটি থাকলেই নাম তুলতে হবে । তালিকা থেকে অযথা নাম কাটবেন না । ভোটারদের ভোটদানের অধিকার সুনিশ্চিত করতে অফিসারদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে ।" উত্তরকন্যায় আজ আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির জেলাশাসকদের নিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি বলেন, "ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় গাফিলতি বরদাস্ত করা হবে না ।"
সভায় পুলিশ প্রশাসনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিন জেলার তালিকা রাজ্য পুলিশের DG-র হাতে তুলে দিয়ে তিনি বলেন, "পুলিশ সঠিকভাবে কাজ করুক । বহু ক্ষেত্রে তদন্ত হচ্ছে না । পুলিশের কাজকর্মের যে রিপোর্ট আমার কাছে রয়েছে, তা মুখে বলতে লজ্জা হচ্ছে । ইশারায় বুঝে নিন । নির্দিষ্ট কিছু জেলাভিত্তিক অভিযোগ এই রিপোর্টে আছে । আগামী 7 দিনের মধ্যে তদন্ত শেষ করুন ।"