পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ভোটার লিস্ট থেকে অযথা নাম কাটবেন না", আধিকারিকদের নির্দেশ মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী বলেন, "নাম তোলার জন্য যে নথি প্রয়োজন তার যে কোনও একটি থাকলেই নাম তুলতে হবে । তালিকা থেকে অযথা নাম কাটবেন না । ভোটারদের ভোটদানের অধিকার সুনিশ্চিত করতে অফিসারদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে ।"

mamata

By

Published : Oct 22, 2019, 10:28 PM IST

Updated : Oct 23, 2019, 1:38 AM IST

শিলিগুড়ি, 22 অক্টোবর : এ রাজ্যে NRC হবে না । আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক সভায় সরকারি আমলাদের এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি ভোটার তালিকায় নাম তোলার কাজ এবং সংশোধন প্রক্রিয়ার উপর জোর দিতে বলেন । মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় নানা ভাষার মানুষ বাস করে । তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় তুলতে হবে । নাম তোলার জন্য যে নথি প্রয়োজন তার যে কোনও একটি থাকলেই নাম তুলতে হবে । তালিকা থেকে অযথা নাম কাটবেন না । ভোটারদের ভোটদানের অধিকার সুনিশ্চিত করতে অফিসারদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে ।" উত্তরকন্যায় আজ আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির জেলাশাসকদের নিয়ে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি বলেন, "ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় গাফিলতি বরদাস্ত করা হবে না ।"

সভায় পুলিশ প্রশাসনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিন জেলার তালিকা রাজ্য পুলিশের DG-র হাতে তুলে দিয়ে তিনি বলেন, "পুলিশ সঠিকভাবে কাজ করুক । বহু ক্ষেত্রে তদন্ত হচ্ছে না । পুলিশের কাজকর্মের যে রিপোর্ট আমার কাছে রয়েছে, তা মুখে বলতে লজ্জা হচ্ছে । ইশারায় বুঝে নিন । নির্দিষ্ট কিছু জেলাভিত্তিক অভিযোগ এই রিপোর্টে আছে । আগামী 7 দিনের মধ্যে তদন্ত শেষ করুন ।"

এদিন জমিজমা সংক্রান্ত নানা অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর গিয়ে মানুষ হয়রান হচ্ছে । এক অফিসার অন্যকে দেখাচ্ছেন । এসব চলবে না ।" BDO-দের উদ্দেশে বলেন, "ভালো কাজ করলে প্রচার করুন ।" জেলাশাসকদের বলেন, "গ্রামে গিয়ে খাটিয়ায় বসে সেখানকার বাসিন্দাদের সঙ্গে গল্প করুন । অনেক খবর পাবেন । " পুলিশকর্তাদের উদ্দেশে বলেন, "ভাল কাজ করলে তা প্রচার করুন । প্রচারে আমরা পিছিয়ে আছি । সোশাল মিডিয়াকে কাজে লাগান । "

এদিন সভামঞ্চ থেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পের নাম উপস্থিত আমলারা জানেন কি না তা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী । তারপর বলেন, "দেখুন রাজ্যের বহু ভালো প্রকল্প, ভালো কাজ সেই দপ্তরের আধিকারিকরা ছাড়া আপনারা কেউ জানেন না । রাজ্যের প্রতিটি ভালো কাজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে ।" সভায় উপস্থিত বিধায়ক ও জেলা পরিষদের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী বলেন, "গ্রামে যান । একটু খাটুন । মানুষের সঙ্গে কথা বলুন । যে মানুষটা ভোটার লিস্টে নাম তোলাতে এসেছেন তাকে এক গ্লাস জল দিন । এটুকু তো আপনার করতেই পারেন ।"

Last Updated : Oct 23, 2019, 1:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details