শিলিগুড়ি, 20 এপ্রিল: উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। গরমের ছুটিতে যাত্রীদের অতিরিক্ত ভীড় কমাতে দুটো সামার স্পেশাল ট্রেন চালু করল উত্তর পূর্ব সীমান্ত রেল। এনজেপি-হাওড়া এবং এনজেপি-শিয়ালদহর মধ্যে দুই জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "এই সময় গরমের ছুটি থাকায় ট্রেনে ভীড় বেশি হয়। যাতে যাত্রীদের ভীড় কিছুটা কমে সেজন্য দুটো সামার স্পেশাল ট্রেন চালু করা হল। একটি শিয়ালদহ ও অন্যটি হাওড়া রুটে চলবে।" উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, 03027 হাওড়া - নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটি এগারোটি ট্রিপের জন্য 19 এপ্রিল থেকে 28 জুন পর্যন্ত প্রত্যেক বুধবার চলবে। রাত 11টা 40 মিনিটে হাওড়া থেকে রওনা দিয়ে পরের দিন 10টা 45 মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।
03028 নিউ জলপাইগুড়ি - হাওড়া সামার স্পেশাল ট্রেনটি 20 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত চলবে। প্রত্যেক বৃহস্পতিবার ট্রেনটি চলবে। 12টা 15 মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে রাত 11.30 মিনিটে হাওড়া পৌঁছাবে। সামার স্পেশাল ট্রেনটিতে যাত্রীদের আসনের জন্য এসি প্রথম শ্রেণি, এসি 2-টিয়ার, এসি 3-টিয়ার, শয়ন শ্রেণি ও সাধারণ শ্রেণি সহ মোট 21টি কামরা থাকবে।