শিলিগুড়ি, 5 নভেম্বর: তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার । আর রাজ্যে চলছে বাম জমানা । সেই সময় উত্তরের চা-বাগান শ্রমিকদের (Tea Workers) জন্য জাতীয়তাবাদী সংগঠিত শ্রমিক আন্দোলন একা হাতে গড়ে তুলেছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তখনও তিনি কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিইউসির রাজ্য সম্পাদক ।
চা বাগান শ্রমিকদের জন্য কেন্দ্রের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছিলেন । যার ফলে উত্তরের রাজনীতিতে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অবদান অপরিসীম । বরাবরই উত্তরের রাজনীতি তাঁর কাছে ছিল হাতের তালুর মতো চেনা । চা বাগানের শ্রমিক সংগঠনের আন্দোলন গড়ে তুলতে প্রত্যেক জেলায় সফর করেছিলেন তিনি । এরপর কলকাতার মেয়র থেকে হলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । দলমত নির্বিশেষে মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ । আজ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ উত্তরের রাজনৈতিক মহল ।
আরও পড়ুন:Agnidev on Subrata Mukherjee : সত্যজিৎ রায় সিরিয়ালটি দেখতেন সুব্রতদার অভিনয় দেখার জন্য : অগ্নিদেব
স্মৃতিচারণা করতে গিয়ে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বললেন, "আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব ভাল সম্পর্ক ছিল সুব্রতর । আমি যখন সরকার পক্ষের মন্ত্রী, তখন ও বিরোধী পক্ষের ৷ আবার ও যখন সরকার পক্ষের মন্ত্রী, তখন আমি বিরোধী পক্ষের ছিলাম । আমরা পাঁচ বছর একসঙ্গে কাজ করেছি । খুব বর্ণময় এবং খোলামেলা চরিত্র ছিল তাঁর । তাঁর প্রয়াণে বাংলা রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি হল ।"