পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণবঙ্গ থেকে 7 কম্পানি বাহিনী উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গ থেকে মোট 7 কম্পানি বাহিনী পৌঁছাবে উত্তরে।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 2, 2019, 5:55 PM IST

Updated : Apr 2, 2019, 10:54 PM IST

কলকাতা, 2 এপ্রিল : আরও 4 কম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে। খবর নির্বাচন কমিশন সূত্রে। দক্ষিণবঙ্গ থেকে এই নিয়ে মোট 7 কম্পানি বাহিনী পৌঁছাবে উত্তরে। প্রয়োজনে আরও 3 কম্পানি বাহিনী উত্তরবঙ্গে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর। এই কেন্দ্রীয় বাহিনীকে মূলত প্রথম দফার ভোটে ভোটারদের মনোবল বাড়াতে কাজে লাগানো হবে বলে খবর। অর্থাৎ 7 কম্পানি বাহিনী আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোটের আগে রুট মার্চের জন্য ব্যবহার করা হবে। সূত্র জানাচ্ছে, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে আসা ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে তিন কম্পানিকে উত্তরবঙ্গে পাঠানো হয়েছে আগেই। কলকাতা, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনায় থাকা কেন্দ্রীয় বাহিনীকেই উত্তরবঙ্গের প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনে পাঠানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফার ভোট রয়েছে। এবং দ্বিতীয় দফায় দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে নির্বাচন রয়েছে। এর আগে রুট মার্চ এবং ওই এলাকায় মানুষের মনে সাহস যোগানোর জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করছে কমিশন।

একদিকে অসমের সঙ্গে আন্তঃরাজ্য সীমান্ত এবং অন্যদিকে ভারত-ভুটান সীমান্ত। তাই নির্বাচনের আগে কোচবিহার- বাংলাদেশ সীমান্তেও নজর আন্দাজ করতে চাইছে কমিশন। দক্ষিণ 24 পরগনার দুই কম্পানির মধ্যে এক কম্পানি উত্তরবঙ্গে যায় গত ৩০ মার্চ। আজ দক্ষিণবঙ্গের আরও চার জেলা থেকে বাহিনী উত্তরবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই প্রথম দফার ভোট। তার আগে এখনও পর্যন্ত কেন আলিপুরদুয়ারে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তাছাড়া কমিশন মনে করছে ভোটারদের মনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আস্থা আনাটা খুবই জরুরি। সেই সূত্রেই দক্ষিণবঙ্গ থেকে বাহিনী পাঠানো হল উত্তরবঙ্গে।

এদিকে, সূত্রের খবর অনুযায়ী, জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী না সরাতে বিশেষ পর্যবেক্ষকের কাছে অনুরোধ করেছেন ADG আইনশৃঙ্খলা।

Last Updated : Apr 2, 2019, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details