শিলিগুড়ি, 4 অক্টোবর : রাজ্যের সবচেয়ে বড় অক্সিজেন প্ল্যান্ট সোমবার চালু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিন ওই প্ল্যান্টের উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের উপাচার্য সুহৃতা পাল। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অব স্পেশাল ডিউটি সুশান্ত রায়, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, ডিন সন্দীপ সেনগুপ্ত, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা সহ অন্যরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সিংহভাগের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। যার ফলে, রোগীদের অক্সিজেন সরবরাহ করতে বেশ বেগ পেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। উত্তরবঙ্গের আট জেলার করোনা সহ অন্যান্য রোগের মূল ভরসাই হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। প্রথমে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেওয়া হত। তাতে একদিকে যেমন খরচ বাড়ছিল অন্যদিকে অনেকটা অক্সিজেন নষ্ট হত। যার ফলে অতি দ্রুত ওই হাসপাতালে একটি নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। এর জন্য প্রায় আট কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দফতর।