শিলিগুড়ি, 12 এপ্রিল: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College) রোগী পরিষেবায় চালু হল 'পেইন ক্লিনিক'। মাংসপেশী ও হাড় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ওই ক্লিনিকে চিকিৎসা করা যাবে। মঙ্গলবার ওই ক্লিনিকের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি চিকিৎসক সুশান্ত রায়। পাশাপাশি ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন সন্দীপ সেনগুপ্ত-সহ অন্যান্যরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই কোটি টাকা খরচ করে অত্যাধুনিক সরঞ্জাম থাকছে ওই ক্লিনিকে। বর্তমানে ওই ক্লিনিক আউটডোর পরিষেবায় থাকছে। পরবর্তীতে ইনডোর পরিষেবা চালু করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। সুশান্ত রায় বলেন," অত্যাধুনিক পদ্ধতিতে মাংসপেশী ও হাড় সংক্রান্ত বিষয়ে উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য ওই ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। আপাতত আউটডোরে পরিষেবা শুরু হয়েছে। ইনডোর পরিষেবার জন্য জায়গা দেখা হচ্ছে।"
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের তত্ত্বাবধানে ওই ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। এতে খরচ হয়েছে দু'কোটি টাকা। এতদিন, ওই বিভাগের পক্ষ থেকে ঔষুধ, শরীরচর্চা ও ইলেক্ট্রো-থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হত। এই পরিষেবাকে আরও উন্নত করতে ওই ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
"পেইন ক্লিনিক" চালু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরও পড়ুন :নতুন অক্সিজেন প্ল্যান্ট চালু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে
জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি যেমন ক্রাইওথেরাপি, লেজার থেরাপি, ইএসডাব্লুডি অ্যান্ড ইএমজি-বাও ফিডব্যাক ইত্যাদি ব্যবহৃত হবে। অন্যদিকে, চিকিৎসা করতে ফ্লুরোস্কোপি গাইডেন্স কিংবা অল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে রোগ চিহ্নিত করে চিকিৎসা করা হবে। বর্তমানে কলকাতার এসএসকেএম ও হাসপাতালে এই পরিষেবা রয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যালে ওই ক্লিনিক শুরু হওয়ায় দূরদুরান্ত থেকে আসা রোগীদের অনেকটাই সুবিধা হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে ক্যানসার সংক্রান্ত ব্যাথা থেকেও নিরাময় পাওয়া যাবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পরবর্তীতে ইনডোরে ওই পরিষেবা চালু করার জন্য চার হাজার বর্গফুট জায়গার প্রয়োজন। তা পাওয়া গেলেই ইনডোরে পরিষেবা চালু করা হবে।