শিলিগুড়ি, 23 ফেব্রুয়ারি: শিলিগুড়িকে (Siliguri News) শিল্প ও বাণিজ্যের দিক দিয়ে করিডর (ইন্ডাস্ট্রিয়াল করিডর) তৈরি করতে উদ্যোগী হল রাজ্য সরকার । বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সাত জেলার শিল্পপতি ও বিনিয়োগকারীদের (Investments for North Bengal) সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary meets with industrialists)। পরে আবার উত্তরবঙ্গের চেম্বার অফ কমার্স, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব (Investment Proposal for North Bengal)। মুখ্যসচিব ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন, শিল্প ও বাণিজ্য, কৃষি, কৃষি বিপণন-সহ একাধিক দফতরের সচিব ও আট জেলার জেলাশাসক ৷ শিলিগুড়িতে একটি হোটেলে ওই বৈঠক আয়োজিত হয় ।
পাঁচ বছরে আসবে 11 হাজার কোটির বিনিয়োগ: বৈঠক সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে 11, 026 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে । আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ওই বিনিয়োগ আসবে বলে মনে করা হচ্ছে । মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনারশিপ কনক্লেভে ওই প্রস্তাব আসে ।
যা বললেন মুখ্যসচিব: মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, "11 হাজার কোটি টাকার প্রস্তাব এসেছে । আগামীতে উত্তরের শিল্পতালুকে 3 হাজার 526 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে । এছাড়াও পর্যটন ও চা শিল্পে এসেছে 950 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব । কৃষি ও কৃষি বিপণন সংক্রান্ত বিষয়ে প্রায় 3 হাজার 44 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে কলক্লেভে ।"