পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গে 24 হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বণিক সম্মেলনে - North Bengal business meet

Business Summit in North Bengal: বণিক সম্মেলনে আগামী দু’বছরের মধ্যে উত্তরবঙ্গে 24 হাজার কোটি টাকার বিনিয়োগ ৷ জানালেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৷ হোটেল ম্যানেজমেন্ট, পর্যটন, হর্টিকালচার, টি- ট্যুরিজম-সহ ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে বিনিয়োগের এই প্রস্তাব এসেছে ৷

Business Summit in North Bengal
উত্তরবঙ্গে 24 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 10:16 AM IST

Updated : Dec 8, 2023, 11:12 AM IST

শিলিগুড়ি, 8 ডিসেম্বর: শুধুমাত্র উত্তরবঙ্গেই 24 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব । আগামী দু'বছরের মধ্যে সেই প্রস্তাব কার্যকর করার পরিকল্পনা আছে । এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী । বৃহস্পতিবার শিলিগুড়ির কাওয়াখালির বিশ্ব বাংলা শিল্পী হাটে একাধিক বিনিয়োগকারী সংস্থা, চেম্বার অফ কমার্স ও মার্চেন্ট অ্যাসোসিয়েশন-সহ একাধিক বণিক সভার সঙ্গে বেঙ্গল সামিটের দ্বিতীয় অধ্যায়ের বৈঠক হয় ৷ সেখানেই উপস্থিত ছিলেন, রাজ্যের 12টি দফতরের সচিব ও মুখ্য সচিবরা ৷ এই সন্মেলনে 24 হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আসে । হোটেল ম্যানেজমেন্ট, পর্যটন, হর্টিকালচার, টি-ট্যুরিজম-সহ ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে বিনিয়োগ থেকে এই প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ।

এদিন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বলেন, "উত্তরবঙ্গে শিল্প ও বাণিজ্যের ব্যাপক উন্নয়ন হতে চলেছে । 24 হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে । তবে রাজ্য সরকার এই সামিটের মাধ্যমেই শিল্পপতি এবং বণিক সমাজের সঙ্গে বিনিয়োগ সম্পর্কিত তথ্য জানতে চায় ৷ সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি প্রশাসনিক বৈঠকে বণিক সমাজকে যুক্ত করেছেন ।"

এদিনের সামিটে কালিম্পঙে অন্তত 40 একর জায়গায় অর্কিড পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । দেশের মধ্যে একমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলা থেকে অর্কিড সরবরাহ হয় । এছাড়া সিকিম থেকেও একটা বড় অংশ সরবরাহ হয় । তাই অর্কিডের উপর যাতে রাজ্যে শিল্প গড়ে উঠতে পারে সেদিকে জোর দিচ্ছে রাজ্য সরকার । পাশাপাশি প্রতিবছর 4 কোটি ডিম রফতানি করতে হতো রাজ্য সরকারকে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার ডিম রফতানি বন্ধ হতে পারে বলে জানা গিয়েছে এই বণিক সম্নেলেন । রফতানি বন্ধ হলেও চাহিদা মেটাতে অন্য রাজ্য থেকে ডিম আমদানি করা হবে ।

এছাড়াও রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের ড্রেস তৈরির জন্য 4 কোটি মিটার কাপড় কিনতে হতো । আগামী বছর থেকে সেই বিষয়েও স্বাবলম্বী হয়েছে রাজ্য সরকার । এবার থেকে স্কুল ইউনিফর্মের জন্য কাপড় অন্য কোনও রাজ্য থেকে কিনে আনতে হবে না । এছাড়াও মুখ্য সচিব জানান, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-এর জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জমি চিহ্নিত করেছিল । তবে আইনি জটিলতার কারণে তা সেখান থেকে সরিয়ে কালিম্পঙয়ে নিয়ে যাওয়া হচ্ছে । সেখানে 20 একর জমি চিহ্নিত করা হয়েছে ।

এদিনের বণিক সম্মেলনে ঠিক হয়, গুহাটি থেকে বারৌনি পর্যন্ত গ্যাসের পাইপলাইন বসানো হবে । সেই পাইপলাইন বসলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা উপকৃত হবে । এছাড়াও গোটা রাজ্যে দশটি ইথানলের কারখানা তৈরি চলেছে । সব মিলিয়ে এদিনের সামিটে ঠিক হয় উত্তরবঙ্গের অন্তত 24 হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে ৷

আরও পড়ুন:

  1. মহিলাদের স্বনির্ভর করতে বিনামূল্যে বিউটিশিয়ান কোর্স, জেনে নিন অংশগ্রহণের পদ্ধতি
  2. মমতাকে নিয়ে গিরিরাজ সিংয়ের বক্তব্যের পালটা সরব তৃণমূল
  3. বেঙ্গালুরুতে দু’টি গাড়ির সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে মৃত নাবালক-সহ 2
Last Updated : Dec 8, 2023, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details