শিলিগুড়ি, 8 সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে বঞ্চনার অভিযোগ তুলে শিলিগুড়িতে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস । নেতৃত্ব দেন জেলা সভাপতি রঞ্জন সরকার । মহামিছিলে পা মেলান শতাধিক নেতাকর্মী । এই মহামিছিলে সামাজিক দূরত্ব মানা হয়নি বলে অভিযোগ । এমনকী মিছিলে অনেককে মাস্ক ছাড়াও হাঁটতে দেখা গিয়েছে ৷
আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়। হাসপাতাল মোড়, ভেনাস মোড়, সেবক মোড় হয়ে এয়ারভিউ মোড়ে শেষ হয় মিছিল । মিছিল শেষে সেবক মোড়ে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় ৷
তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, "কোরোনা আবহে সাধারণ মানুষ সমস্যায় । এর মধ্যে সারের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে। বিপাকে পড়েছেন কৃষকরা। কেন্দ্রের সরকার গত ছয় বছরে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে ৷ এসবের বিরুদ্ধেই আমাদের মহামিছিল।"