পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিমলপন্থী ১৭ কাউন্সিলরের অনাস্থা প্রস্তাবে দার্জিলিং পৌরসভায় অচলাবস্থা - bimal wing councilors

পৌরসভার বিনয়পন্থী বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দিয়ে গ্রেপ্তার মোর্চার বিমলপন্থী নেতা বিপি বাজগাই । তিনি বিমল গুরুঙপন্থী মোর্চার মুখপাত্র । আজ তাঁকে দার্জিলিং পৌরসভা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ ।

চলছে বিক্ষোভ

By

Published : May 29, 2019, 8:43 PM IST

Updated : May 29, 2019, 10:29 PM IST

দার্জিলিং, 29 মে : পাহাড়ে লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে এবার তৃণমূল কংগ্রেসের ঝুলি শূন্য । মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে পাহাড়ে একাধিকবার এলেও এবার লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে হেরেছে তৃণমূল কংগ্রেস । নির্বাচনে এই ফলাফলের পরেই পাহাড়ে তৃণমূলের একাধিক কার্যালয় দখল করতে শুরু করেছে BJP । শুধু তাই নয়, আজ দার্জিলিং পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিমল গুরংপন্থী কাউন্সিলররা । ফলে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে পৌরসভায় ।

এই সেই অনাস্থা প্রস্তাবের চিঠি

২০১৭ সালের ১৭ মে ঘোষিত হয় দার্জিলিং পৌরসভার ফলাফল । পৌরসভায় মোট 32টি আসন । তারমধ্যে 31টি পেয়ে পৌরবোর্ড গঠন করে GJM (গোর্খা জনমুক্তি মোর্চা) । 1টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস । পরবর্তীতে গোর্খাল্যান্ডের দাবিতে বিমলের নেতৃত্বে ২০১৭ সালে ১০৫ দিন আন্দোলন চলে পাহাড়ে । এরপর মোর্চা দুটি ভাগে ভেঙে যায় । মোর্চা নেতা বিমল ও তার অনুগামীরা আত্মগোপন করে । অন্যদিকে মোর্চার বিনয় তামাংপন্থী অংশের হাতে যায় পৌরসভার ক্ষমতার রাশ । পৌরসভার চেয়ারম্যান হন বিনয়পন্থী প্রতিভা রাই ।

মোর্চার বিনয়পন্থীরা তৃণমূল কংগ্রেসের সমর্থন পেয়ে GTA-তেও ক্ষমতা দখল করে । তৃণমূলের সমর্থন নিয়ে বিনয় দার্জিলিং কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়ান । অন্যদিকে দার্জিলিং কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে দাঁড়ান তৃণমূল প্র্রার্থী অমর সিং রাই । তাঁকে সমর্থন করে মোর্চার বিনয়পন্থীরা । কিন্তু ভোটে হেরে যান বিনয় ও অমর । এরপরেই পাহাড়ে ফের মোর্চার বিমলপন্থীরা সক্রিয় হয় । আজ দার্জিলিং পৌরবোর্ডের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব আনে বিমলপন্থী ১৭ জন কাউন্সিলর । ওই কাউন্সিলররা ভোটের ফলাফল ঘোষণার পরেই বিনয় শিবির ছেড়ে গুরুং শিবিরে নাম লিখিয়েছেন । অভিযোগ, তাদের নেতৃত্ব দেন বিমলপন্থী মোর্চার মুখপাত্র বিপি বাজগাই । এরপরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন সাগর তামাঙের বক্তব্য

আজ বাজগাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় বিমলপন্থী মোর্চা কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে । IC-কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় অতিরিক্ত পুলিশ সুপার, DSP সহ অন্য পুলিশ আধিকারিকরা । এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ তুলেছে বিমলপন্থীরা । বাজগাইনের নিঃশর্ত মুক্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখায় তারা ।

অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে বিনয়পন্থী সংগঠনের সহসভাপতি সাগর তামাং বলেন, " আমাদের কাউন্সিলররা এবিষয়ে কিছু জানেন না । বিরোধীরা ওদের সাদা কাগজে সই করিয়েছে । তারা কী কারণে ওই কাগজে সই করেছে তা তারা জানে না । ওরা আমাদের কাউন্সিলরদের ঠকিয়ে সই করিয়েছে ।"

Last Updated : May 29, 2019, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details