পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nitin Gadkari: উন্নয়নে বাধা হবে না রাজনীতি, রাজ্যে একধিক সড়ক প্রকল্প ঘোষণা করে বার্তা গডকরির - শিলিগুড়িতে নীতিন গডকরি

বৃহস্পতিবার রাজ্যে জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি (Union Minister Nitin Gadkari)৷ তিনি জানিয়েছেন, রাজ্যের উন্নয়নে রাজনীতি কখনও বাধা হবে না ৷

ETV Bharat
Nitin Gadkari in siliguri

By

Published : Nov 17, 2022, 9:32 PM IST

শিলিগুড়ি, 17 নভেম্বর: "আমি লাভ বা লোকসানের কথা ভাবি না । আর রাজনীতিতে লাভ বা লোকসানের কথা বলি না। আমার পক্ষে দেশের উন্নয়নে যতটা সম্ভব ততটাই করব । এখানে বাংলা বা অন্য রাজ্যের কোনও বিষয় নেই ।" কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের তোলা বঞ্চনার অভিযোগের প্রশ্নে বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি (Union Minister Nitin Gadkari) ।

এদিন শিলিগুড়ির দাগাপুরে তিনটি মহাসড়ক নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন গডকরি । পরে ভার্চুয়ালি খড়গপুর ও ডালখোলার কিছু প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি । 2024 লোকসভা নির্বাচনের আগে বাংলার প্রতি বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র ৷ সূত্রের খবর, বাংলার উন্নয়নে এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করে পরিকাঠামোগত উন্নয়ন করতে চলেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক । তৈরি করা হবে চারটি নতুন মহাসড়ক । গডকরি জানিয়েছেন, 2014 সাল থেকে বাংলায় 60 হাজার কোটি টাকার কাজ হয়েছে । 80 হাজার কোটি টাকার কাজের অনুমোদন দেওয়া হয়েছে ও কিছু প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া চলছে (new roads project for West Bengal) ।

এক লক্ষ কোটি টাকার গ্রিন এক্সপ্রেস হাইওয়ে তৈরি করছে কেন্দ্র । যা দিয়ে চারটি গ্রিন এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ হবে । এই চারটি হাইওয়ে বাংলার শিল্প, বাণিজ্য ও রোজগার বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে । প্রথমটি খড়গপুর-বর্ধমান-মোরগ্রাম গ্রিন এক্সপ্রেস । 230 কিলোমিটার ওই রাস্তা 12 হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হবে । ওই রাস্তাটি চার লেনের ও পাঁচটি দফায় কাজ হবে । এতে কলকাতারও ট্রাফিক সমস্যার সমাধান হবে । দ্বিতীয়টি গোরক্ষপুর- শিলিগুড়ি গ্রিন ফিল্ড এক্সপ্রেস হাইওয়ে । 30 হাজার কোটি টাকা খরচ করে ওই ছয় লেনের সড়ক নির্মাণ করা হবে । মোট 552 কিলোমিটার দীর্ঘ সড়ক । উত্তরপ্রদেশ, বিহার ও বাংলাকে সংযুক্ত করবে এই সড়ক । তৃতীয়টি হল নেপাল সীমান্ত লাগোয়া রকসৌল-হলদিয়া গ্রিন এক্সপ্রেস হাইওয়ে । 35 হাজার কোটি খরচ করে 700 কিলোমিটার দীর্ঘ ছয় লেনের ওই সড়ক নির্মাণ করা হবে । চতুর্থটি হল বেনারস থেকে হাওড়া গ্রিন ফিল্ড এক্সপ্রেস । 30 হাজার কোটি টাকার এই প্রকল্পে 620 কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সড়ক নির্মাণ করা হবে । সব মিলিয়ে মোট 1 লক্ষ 7 হাজার কোটি টাকার নতুন সড়ক নির্মাণ করা হবে । এদিন ওই চারটি গ্রিন এক্সপ্রেস হাইওয়ের কথা ঘোষণা করনে খোদ মন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadkari announces new projects for Bengal)।

উন্নয়নে বাধা হবে না রাজনীতি, রাজ্যে একধিক সড়ক প্রকল্পের ঘোষণা করে বার্তা গডকরির

আরও পড়ুন: শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে এসে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি

পাশাপাশি, শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের উন্নয়নে 1800 কোটি টাকা খরচ করে শিবমন্দির থেকে সেভকের করোনেশন সেতু পর্যন্ত 14 কিলোমিটার দূরত্বের চার লেনের মহাসড়ক নির্মাণ করা হবে । সেভকের আর্মি ক্যান্টনমেন্ট থেকে করোনেশন সেতু পর্যন্ত ও তিস্তার উপরই করোনেশন সেতুর পাশে বিকল্প আরেকটি চার লেনের 6.4 কিলোমিটার লম্বা সেতু নির্মাণ করা হবে । পাশাপাশি সেভক থেকে কালিম্পং ও সিকিমগামী তিস্তার উপর দ্বিতীয় আরেকটি সেতু নির্মাণ করা হবে । এই প্রকল্পগুলির জন্য প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার । এছাড়াও বর্তমান করোনেশন সেতুকেও মেরামত ও সংস্কার করবে কেন্দ্র ।

নীতিন গডকরি বলেন, "বাংলার সরকারকে সবরকম সাহায্যে করার চেষ্টা হচ্ছে ৷ কোনও রাজনীতি হবে না উন্নয়নের ক্ষেত্রে । রাস্তা কোনও সময় কোনও দলের বিধায়ক বা সাংসদ দেখে যায় না । আমি নিজেও বাংলার মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে বলেছি যে তাঁদের কাছে যদি কোন প্রস্তাব থাকে তবে আমাদের দিতে । আমরা সম্পূর্ণ চেষ্টা করব সেগুলি পূরণ করার । রাস্তার উন্নয়ন হলে বাংলায় বাণিজ্য ও শিল্প বাড়বে । বাংলার উন্নয়ন হবে । আর এটাই আমাদের লক্ষ্য ।"

ABOUT THE AUTHOR

...view details