শিলিগুড়ি, 17 নভেম্বর: "আমি লাভ বা লোকসানের কথা ভাবি না । আর রাজনীতিতে লাভ বা লোকসানের কথা বলি না। আমার পক্ষে দেশের উন্নয়নে যতটা সম্ভব ততটাই করব । এখানে বাংলা বা অন্য রাজ্যের কোনও বিষয় নেই ।" কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের তোলা বঞ্চনার অভিযোগের প্রশ্নে বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি (Union Minister Nitin Gadkari) ।
এদিন শিলিগুড়ির দাগাপুরে তিনটি মহাসড়ক নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন গডকরি । পরে ভার্চুয়ালি খড়গপুর ও ডালখোলার কিছু প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি । 2024 লোকসভা নির্বাচনের আগে বাংলার প্রতি বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র ৷ সূত্রের খবর, বাংলার উন্নয়নে এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করে পরিকাঠামোগত উন্নয়ন করতে চলেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক । তৈরি করা হবে চারটি নতুন মহাসড়ক । গডকরি জানিয়েছেন, 2014 সাল থেকে বাংলায় 60 হাজার কোটি টাকার কাজ হয়েছে । 80 হাজার কোটি টাকার কাজের অনুমোদন দেওয়া হয়েছে ও কিছু প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া চলছে (new roads project for West Bengal) ।
এক লক্ষ কোটি টাকার গ্রিন এক্সপ্রেস হাইওয়ে তৈরি করছে কেন্দ্র । যা দিয়ে চারটি গ্রিন এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ হবে । এই চারটি হাইওয়ে বাংলার শিল্প, বাণিজ্য ও রোজগার বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে । প্রথমটি খড়গপুর-বর্ধমান-মোরগ্রাম গ্রিন এক্সপ্রেস । 230 কিলোমিটার ওই রাস্তা 12 হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হবে । ওই রাস্তাটি চার লেনের ও পাঁচটি দফায় কাজ হবে । এতে কলকাতারও ট্রাফিক সমস্যার সমাধান হবে । দ্বিতীয়টি গোরক্ষপুর- শিলিগুড়ি গ্রিন ফিল্ড এক্সপ্রেস হাইওয়ে । 30 হাজার কোটি টাকা খরচ করে ওই ছয় লেনের সড়ক নির্মাণ করা হবে । মোট 552 কিলোমিটার দীর্ঘ সড়ক । উত্তরপ্রদেশ, বিহার ও বাংলাকে সংযুক্ত করবে এই সড়ক । তৃতীয়টি হল নেপাল সীমান্ত লাগোয়া রকসৌল-হলদিয়া গ্রিন এক্সপ্রেস হাইওয়ে । 35 হাজার কোটি খরচ করে 700 কিলোমিটার দীর্ঘ ছয় লেনের ওই সড়ক নির্মাণ করা হবে । চতুর্থটি হল বেনারস থেকে হাওড়া গ্রিন ফিল্ড এক্সপ্রেস । 30 হাজার কোটি টাকার এই প্রকল্পে 620 কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সড়ক নির্মাণ করা হবে । সব মিলিয়ে মোট 1 লক্ষ 7 হাজার কোটি টাকার নতুন সড়ক নির্মাণ করা হবে । এদিন ওই চারটি গ্রিন এক্সপ্রেস হাইওয়ের কথা ঘোষণা করনে খোদ মন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadkari announces new projects for Bengal)।